ছিটকে গেলেন লিটন, গুরুতর নয় মুশফিক-শরিফুলের ইনজুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:08 শুক্রবার, 05 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার সেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারার দিনে দুঃসংবাদ পেয়েছে তামিম ইকবালের দল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মুজাদ্দিদ আলফা সানি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় চোটে পড়েন লিটন। ৭৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্রুত গতিতে রান তোলায় মনোযোগ দেন ডানহাতি এই ব্যাটার। তবে অনসাইডে বল ঠেলে দিয়ে এক রান নিতে গিয়ে চোটে পড়েন লিটন।

সেই সময় ফিজিও এসে মাঠে খানিকটা চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে যেতে হয় লিটনকে। এরপর ম্যাচ চলাকালীনই তার স্ক্যান করানো হয় এবং হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে।

এ প্রসঙ্গে বিসিবির ফিজিও সানি বলেন, ‘আজকে আমাদের দলের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যান রিপোর্টে আসে তার গ্রেট টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। এই সিরিজে লিটনকে আমরা পাচ্ছি না।’

লিটন ছাড়াও এদিন ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলাম। ব্যাটিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছেন মুশফিক। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছেন সানি। 

এদিকে শরিফুলের মাঝে খানিকটা অস্বস্তি দেখা গেলেও তাকে পেতে বেশ আশাবাদী বাংলাদেশ। ফিজিও সানি বলেন, ‘ব্যাটিংয়ের সময় মুশফিক ভাইও বৃদ্ধাঙ্গুলে আঘাতপ্রাপ্ত হন। কিন্তু এটা বড় ধরনের কোনো কিছু মনে হচ্ছে না। আশা করি ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা তাকে পাচ্ছি।’

শরিফুলের চোট নিয়ে বলেন. ‘শরিফুলের ক্ষেত্রে তাৎক্ষণিক ইনজুরি থাকার কারণে কিছুটা অবশবোধ করছিল। আশা করি কালকের মধ্যে ইনশাআল্লাহ ভালো কোনো খবর দিতে পারবো।’