ভারতীয় ক্রিকেট

রাহুল-রোহিতের অধীনে ক্রিকেটাররা নিরাপদ বোধ করে: হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:55 বৃহস্পতিবার, 04 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির ব্যস্ত সূচিতে অন্যান্য দেশের ক্রিকেটারদের যখন ক্লান্ত সময় পার করতে হচ্ছে, ঠিক তখনই রোটেশন পদ্ধতি অনুসরণ করে সাফল্য পাচ্ছে ভারত। এটার পুরো কৃতিত্বই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।

রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর থেকেই একটানা ক্রিকেট খেলেছে ভারত। কখনো রোহিত শর্মা, কখনো বিরাট কোহলি, কখনো জসপ্রীত বুমরাহ- এ সময়ে বিশ্রাম পেয়েছেন সকলেই।

গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিতে গিয়ে নেতৃত্বেও এসেছে পরিবর্তন। এমনকি মাঝের সাত মাসে ভারতকে নেতৃত্ব দেন সাত অধিনায়ক! সবমিলিয়ে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সাবলীলভাবেই কাজ করে চলেছে ভারত।

যার পুরো কৃতিত্ব কোচ-অধিনায়ককে দিচ্ছেন হার্দিক, 'তারা যেভাবে দলটাকে একত্রিত করে রেখেছে, এর পুরো কৃতিত্ব রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের। নিশ্চিতভাবেই এটা খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মানসিকতা নিয়ে আসে এবং একই সময়ে খেলোয়াড়রা নিরাপদ বোধ করছে, নিশ্চিতভাবেই তারা যথেষ্ট সুযোগ পাচ্ছে।'

কিছুদিন আগে আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলেছিল ভারত। সেই সফরে ভারতের অধিনায়ক ছিলেন হার্দিক। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিতের সহকারী হিসেবে আছেন তিনি। অন্যদের অনুপস্থিতিতে এই দায়িত্বকে 'সুযোগ' হিসেবেই দেখছেন এই অলরাউন্ডার।

হার্দিক আরও বলেন, 'আমি সবসময় দায়িত্ব উপভোগ করেছি এবং এটা আমার খেলায় আরও সুবিধা যোগ করেছে। কারণ এটা আমাকে আরও ভাবতে বাধ্য করে এবং যখন আমি বেশি চিন্তা করি তখন ক্রিকেটের মূল্য আরও বেশি উপলব্ধি করতে পারি।'