ভারতীয় ক্রিকেট

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:19 বৃহস্পতিবার, 04 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপের পর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ইতোমধ্যেই এই সিরিজগুলোর সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজটি শুরু হবে ২০ সেপ্টেম্বর, মোহালিতে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ সেপ্টেম্বর, যথাক্রমে নাগপুর এবং হায়দরাবাদে।

দিন দুয়েক পর আবারও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নামবে ভারত। ২৮ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচটি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৪ অক্টোবর, যথাক্রমে গৌহাটি এবং ইন্দোরে।

এই সিরিজটি শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত। ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে দুই দলের ৫০ ওভারের ম্যাচের লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ অক্টোবর, যথাক্রমে রঞ্চি এবং দিল্লিতে।

এই সিরিজগুলোর আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে ভারত। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ যাত্রা।