ভারতীয় ক্রিকেট

‘এশিয়া কাপে ওপেনিংয়ে নামবেন কোহলি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:22 বুধবার, 03 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন এশিয়া কাপে ভারতের হয়ে ইনিংসের সূচনা করবেন বিরাট কোহলি, এমনটাই বিশ্বাস পার্থিব প্যাটেলের। ভারতের সাবেক উইকেটরক্ষকের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দলীয় কম্বিনেশন ঠিক করাটাও খুব জরুরী।

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে তাই ফর্মে ফেরাতে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের নির্বাচকরা। কিন্তু কোহলির কথাতেই তাকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে না ভারত। এদিকে যে কোহলির অফ-ফর্ম নিয়ে এতো আলোচনা, নিয়মিত ওপেনার লোকেশ রাহুল ফিট না থাকায় সেই কোহলিকেই এশিয়া কাপে 'ওপেনার' হিসেবে দেখছেন পার্থিব।

তিনি বলেন, 'আমি কম্বিনেশনের কথাই বলব, কেননা এটাই মূল বিষয়। আপনি কোহলিকে এশিয়া কাপে ওপেনও করতে দেখতে পারেন, কেননা লোকেশ রাহুল এখনও ফিট নয়। এখন পর্যন্ত ভারত অন্য ওপেনারদেরও বাজিয়ে দেখেছে। তারা ইশান কিশান, ঋষভ পান্ত ও সুর্যকুমার যাদবকে ইনিংস ওপেন করতে পাঠিয়েছে।'

'বিরাট কোহলির সক্ষমতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এটা শুধুমাত্র ফর্মের ব্যাপার। এটা হচ্ছে আপনি কোন পজিশনে তাকে খেলাতে চান। এজন্যই এশিয়া কাপ গুরুত্বপূর্ণ (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে)। শুধু তার জন্যে নয়, ভারত সঠিক কম্বিনেশনে খেলছে কিনা সেটাও দেখতে হবে।'

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেন করার নজির আছে কোহলির। এ ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিত ওপেন করেন তিনি।