বিগ ব্যাশ

বিগ ব্যাশে খেলার ছাড়পত্র পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:34 বুধবার, 03 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশে খেলার জন্য পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতেও (আইএলটি) পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তারা।

মূলত পাকিস্তানের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণেই পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়পত্র দেয়া হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার বাধ্যবাধকতার ব্যাপারেও বিস্তারিত কিছু জানায়নি তারা।

এরই মধ্যে ৯৮জন বিদেশি ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন। নির্ধারিত সময়সীমার আগেই পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম জমা দেয়ার কথা ছিল। সেই সঙ্গে দুবাইয়ের আইএলটিতেও বেশ কয়েকজন তারকা পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে।

আইএলটির সঙ্গে আগামী বছর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদাও অন্য বছরগুলোর চেয়ে অনেক বেশি। পিসিবি নিজেদের অবস্থান না বদলাতে আগামী বছর হয়তো কোনো পাকিস্তানি ক্রিকেটারকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা নাও যেতে পারে।

রমিজ রাজা পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদে আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেতেন দেশটির ক্রিকেটাররা। এবারও পিসিবি সেই পথে হাটবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সম্প্রতি পিসিবি সাদা বল ও লাল বলের ক্রিকেটে ৩৩ জন ক্রিকেটারকে চুক্তির প্রস্তাব দিয়েছে। ফলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলে ক্রিকেটারদের বাইরের লিগে খেলা না খেলার সিদ্ধান্তের সবটাই চলে যাবে পিসিবির হাতে। ফলে অনেক ক্রিকেটারই চুক্তিতে অনাগ্রহী হতে পারেন বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।