ইংল্যান্ড - সাউথ আফ্রিকা সিরিজ

প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:06 মঙ্গলবার, 02 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে সাউথ আফ্রিকার সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের স্কোয়াডে ফিরেছেন অলি রবিনসন। উইকেটকিপার স্যাম বিলিংসের জায়গায় দলে ফিরেছেন বেন ফোকস।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন রবিনসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে বাদ পড়তে হয় তাকে। প্রায় দুই মাস মাঠের বাইরে থেকে ফিরে আবারও ছিটকে যেতে হয় তাকে। 

এরপর পিঠের চোট এবং কোভিডের কারণে মাঠের বাইরে থাকতে হয় রবিনসনকে। ইনজুরিতে কাটিয়ে গত সপ্তাহে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন ডানহাতি এই পেসার। এবার ফিরলেন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্টের স্কোয়াডে। 

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। প্রস্তুতি ম্যাচে রবিনসনের খেলার খবর নিশ্চিত করেছেন ইসিবি পুরুষদের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসের অধীনে গ্রীষ্মে দুর্দান্ত শুরু করার পরে, আমরা শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে একটি উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করছি।’

‘নির্বাচকরা ধারাবাহিকতা মাথায় রেখে লর্ডস এবং ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম দুটি টেস্টের জন্য একটি দল বেছে নিয়েছেন। ইনজুরির পর ওলি রবিনসনকে পাওয়া আমাদের জন্য ভালো। আগামী সপ্তাহে ক্যান্টারবারিতে চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লায়ন্সের হয়ে খেলার মাধ্যমে সে তার ফর্মে ফিরে আসবে।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন ফোকস। যে কারণে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট খেলা হয়নি এই উইকেটকিপার ব্যাটারের। তার জায়গায় ম্যাচ দুটিতে খেলেছিলেন বিলিংস। তবে ফোকস সুস্থ হয়ে ওঠায় জায়গা হারাতে হয়েছে বিলিংসকে।

প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, অলি পোপ, অলি রবিনসন এবং জো রুট।