পাকিস্তান ইংল্যান্ড সিরিজ

৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:37 মঙ্গলবার, 02 আগস্ট, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। আসন্ন এই সফরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম চারটি ম্যাচ হবে করাচিতে। আর বাকি তিনটি হবে লাহোরে।

এরই মধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে দুই দলেরই এটি শেষ সিরিজ।

২০ সেপ্টেম্বর সিরিজটি মাঠে গড়াবে। করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাকি তিন ম্যাচ ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর। এরপর ২৮ ও ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। ২ অক্টোবর সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চলতি বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাবে ইংল্যান্ড দল। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে ইংলিশরা।

এবারের মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাবে পাকিস্তান। দুই ভাগে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। ডিসেম্বর-জানুয়ারিতে তারা কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।

এরপর আগামী বছরের এপ্রিলে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরের বছর ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনেরও কথা রয়েছে তাদের।