বাংলাদেশ নারী ক্রিকেট

ঘরের মাঠে বিশ্বকাপ, নারী দলের কোচিং প্যানেল ঢেলে সাজাচ্ছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:52 রবিবার, 31 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৪ সালে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নারী দলের কোচিং প্যানেলকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দেড় বছর ধরে দেশি কোচ দিয়ে কাজ চালাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে নারী দলের জন্য বিদেশি কোচ, ট্রেনার ও ফিজিও আনার কথা ভাবছে বিসিবি। এদিকে বার্মিংহাম থেকে সালমা খাতুন, রুমানা আহমেদকে ফোন করে নাজমুল হাসান পাপন জানতে চেয়েছেন তাদের কি কি লাগবে।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বাংলাদেশ (২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে) চূড়ান্ত হয়েছে, তো এটা আমাদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের মেয়েরা নিজেরা নিজেরাই ভালো করছে। আসলে আমরা তো তাদেরকে তেমন কিছু করতে পারিনি। একটা সময় তাদেরকে বাইরে থেকে কোচ-টোচ দিয়েছিলাম। এশিয়া কাপে যেবার চ্যাম্পিয়ন হল সেবার কিন্তু পুরো কোচিং স্টাফ ছিল। তবে এখন কোচিং স্টাফও নেই। আমাদের এখনই ফিজিও, কোচ, ট্রেনার যা যা লাগবে…’

‘আমি ওখান থেকে, বার্মিংহাম থেকেই ফোন করি। তৌহিদকে (বিসিবি সভাপতির ব্যক্তিগত সহকারী) ফোন করি, সালমা ও কয়েকটা খেলোয়াড়ের সাথে কথা বলি, রুমানা। আমি কয়েকজনকে ফোন করি যে কি কি লাগবে আমি আসছি রেডি কর। আমাদের হাতে খুব বেশি সময় নেই। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার।’

বর্তমানে নারী ক্রিকেটে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের মতো দলগুলো। সেই সঙ্গে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো নারী দলগুলো। ঘরের মাঠে বিশ্বকাপে বড় দলগুলোর সঙ্গে যেন ভালোভাবে লড়াই করতে পারে সেদিকে মনোযোগ দিচ্ছে বিসিবি।

পাপন বলেন, ‘বিশ্বকাপে যে দলগুলো কয়েকটা দল খুবই শক্তিশালী, চিন্তার বাইরে। উদাহরণ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অবিশ্বাস্য। আর অন্য যারা আছে তারাও খুব ভালো লড়াই করছে। এদিকে ভারত পাকিস্তান তো শক্তিশালী আছেই, ধারাবাহিক খেলার মধ্যেও আছে। আমাদের মেয়েদের পরিকল্পনা নিয়ে বসতে হবে। বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে আমাদের মেয়েরা যেন ভালো ফাইট দিতে পারে। হার জিত নিয়ে আমি চিন্তিত না, যেন ভালো একটা ফাইট দিতে পারে সেটা আমাদের দেখতে হবে।’