পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

জয়াসুরিয়া-রমেশের ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:05 বৃহস্পতিবার, 28 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রায় সাড়ে তিনশো রান তাড়া করে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও শেষ ইনিংসে রান তাড়া করতে নেমেছিল বাবর আজমের দল। যদিও লক্ষ্যটা ছিল ধরা ছোঁয়ার বাইরে, ৫০৮ রানের।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অল আউট হয়েছে ২৬১ রানে। চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৮৯ রান তুলেছিল পাকিস্তান। আলোক-স্বল্পতার কারণে চতুর্থ দিন প্রায় ২৮ ওভার কম খেলা হয়েছে। মূলত সেটাই পাকিস্তানকে ম্যাচ ড্র করার সুবর্ণ সুযোগ করে দিয়েছিল।

যদিও পঞ্চম দিতে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ দিনে লঙ্কান দুই স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিসই পার্থক্য গড়ে দিয়েছেন। আগের দিনের অপরাজিত ব্যাটার ইমাম উল হক ও বাবর আজম মিলে দিনের শুরুটা বেশ ভালোই শুরু করেছিলেন।

ইমাম আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর। তিনি ফিরে গেছেন ৮১ রান করে। এরপর পাকিস্তানের ইনিংস টেনেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি ৩৭ করে ফিরলে পাকিস্তানের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

শেষদিকে ইয়াসির শাহ ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে শুধু ব্যবধান কমিয়েছেন। পাকিস্তানের এই ব্যাটারকে ফিরিয়েই তিন টেস্টের ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন জয়াসুরিয়া। আর নাসিম শাহকে ব্যক্তিগত ১৮ রানে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন মেন্ডিস।

এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ১৪৬ রানের বিশাল সংগ্রহ নিশ্চিত হয়। এর ফলে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তানকে। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৭৮ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা।

জবাবে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৩৬০ রানে যোগ করে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে বিশাল লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য আর পেরুতে পারেনি সফরকারীরা।

https://twitter.com/OfficialSLC/status/1552568271542665216