শ্রীলঙ্কা - পাকিস্তান সিরিজ

শ্রীলঙ্কার ৩০০ পেরোনোর দিনে ম্যাথিউস-চান্দিমালের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:47 রবিবার, 24 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিশতক পাওয়ার পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে দীনেশ চান্দিমাল। ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো চান্দিমাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিলেন সাবলীল। তবে দারুণ ব্যাটিংয়ের দিনে আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। মাত্র ২০ রানের জন্য হাতছাড়া করতে হয়েছে সেঞ্চুরি। এদিকে নিজের শততম টেস্টে ৮ রানের জন্য হাফ সেঞ্চুরি করার সুযোগ মিস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাদের দুজনের আক্ষেপে পোড়ার দিনে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছে শ্রীলঙ্কা।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনাত্নে। ইনিংসের ১৭তম ওভারে নোমান আলীর বলে মিড উইকেট দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন ফার্নান্দো। দিনের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন হাফ সেঞ্চুরির পরই। মোহাম্মদ নওয়াজের বল লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে ৬৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফার্নান্দো।

পরের বলেই কাট ডিফেন্স করতে গিয়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন তিনি। ৫০ রান করা ফার্নান্দো ফিরলে ভাঙে করুনারত্নের সঙ্গে ৯২ রানের জুটি। ফার্নান্দোর ফেরার একটু পরই আউট হয়েছেন কুশল মেন্ডিস। করুনারত্নে স্ট্রেইট ড্রাইভ করা বল আঘা সালমানের হাতে লেগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে। তাতে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়ে ৩ রানে ফেরেন মেন্ডিস। 

ফার্নান্দো হাফ সেঞ্চুরি পেলেও আরেক ওপেনার করুনাত্নে ফিরেছেন আক্ষেপ নিয়ে। ইয়াসির শাহর অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে নাসিম শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ রান করা লঙ্কান অধিনায়ক। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন চান্দিমাল ও ম্যাথিউস। দারুণ ব্যাটিংয়ে চা বিরতি পার করেন তারা দুজনে। 

চা বিরতি থেকে ফিরেই উইকেট হারায় শ্রীলঙ্কা। নোমানের টার্ন করা বলে এজ হয়ে ক্যাচ আউট হন ম্যাথিউস। শ্রীলঙ্কার হয়ে শততম টেস্ট খেলা ম্যাথিউস সাজঘরে ফিরেছেন ১০৬ বলে ৪২ রান করে। ম্যাথিউস ফেরার পর ক্যারিয়ারের ২৪তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল। ডানহাতি এই ব্যাটারের সঙ্গে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেনি ধনাঞ্জয়া ডি সিলভা। এদিকে সেঞ্চুরির পথে হাঁটলেও শেষ পর্যন্ত নওয়াজকে উইকেট নিয়ে আসেন চান্দিমাল।

বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল সামনে এসে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে ধরা পড়েন ১৩৭ বলে ৮০ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার। শেষ বিকেলে আরও এক উইকেট হারায় শ্রীলঙ্কা। নাসিমের বলে বোল্ড হয়ে ৩৩ রানে ফিরেছেন ধনাঞ্জয়া। একই ওভারে আরও এক উইকেট পেতে পারতো পাকিস্তান। নাসিমের বলে নিরোশান ডিকওয়েলার ক্যাচ ছাড়েন বাবর আজম। জীবন পাওয়া ডিকওয়েলা অপরাজিত রয়েছেন ৪২ রানে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন নওয়াজ।