সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ

সাউথ আফ্রিকার লিগে দল না পেয়ে আইনি নোটিশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:06 রবিবার, 24 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নতুন টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চলেছে সাউথ আফ্রিকা। এরই মধ্যে চড়া মূল্যে বিক্রি হয়েছে নতুন এই লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলোর মালিকানায় স্থানীয়দের থাকার সুযোগ ছিল।

যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকানা কিনে নিয়েছে। এর ফলে স্থানীয়রা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন অনেকে। ক্রিকেট সাউথ আফ্রিকার বিরুদ্ধে এরই মধ্যে আইনি নোটিশ দিয়েছে হার্মিস স্পোর্টস ভেঞ্চার্স লিমিটেড।

তারাই সাউথ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লগে প্রিটোরিয়া ম্যাভেরিক্সের মালিকানায় ছিল। তারা দাবি করেছে ক্রিকেট  সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল নেয়ার সুযোগ থাকলেও তাদের বঞ্চিত করা হয়েছে। এর আগে তাদের দল দেয়া হবে বলেও আশ্বাস দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার প্রভাবশালী সংবাদমাধ্যম র‍্যাপপোর্ট নিউজপেপারকে একটি সূত্র বলেছে, 'যেমনটা আমি বুঝতে পারছি, টুর্নামেন্টে সবসময় প্রত্যাশা ছিল কিছু স্থানীয় মালিকানা থাকবে। কিন্তু স্থানীয়দের জন্য নিলামে কিছু ছিল না এবং তারা বুঝতেই পারেনি কীভাবে এখান থেকে লাভের মুখ দেখবে। এ কারণেই দল কিনতে তারা জোর খাটায়নি।'

বুধবার ক্রিকেট সাউথ আফ্রিকা নতুন এই টুর্নামেন্টের ছয়টি দলের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে। এর মধ্যে জোহানেসবার্গ ও ক্যাপটাউনের ফ্র্যাঞ্চাইজি কিনতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। দুটি দল কিনতে খরচা করতে হয়েছে ২৮ মিলিয়ন ডলার করে।

এ ছাড়া প্রিটোরিয়ার ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হয়েছে ২৫ মিলিয়ন ডলারে। সেই সঙ্গে ডারবারের ফ্র্যাঞ্চাইজিটি কিনতে খরচা করতে হয়েছে ১১ মিলিয়ন ডলার। জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে চেন্নাই সুপার কিংস। আর ক্যাপটাউনের মালিকানা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ।

এ ছাড়া ডারবানের মালিকানা পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিকানাধীন আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড। সেন্ট জর্জ পার্কের মালিকানা পেয়েছে সান টিভি নেটওয়ার্ক যারা কিনা সানরাইজার্স হায়দরাবাদের মালিক। পার্লের মালিকানায় রয়েছে রয়্যালস স্পোর্টস গ্রুপ, আইপিএলে তাদের রাজস্থান রয়্যালসের মালিকানা রয়েছে। আর প্রিটোয়রিয়ার মালিকানায় দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন জেএসডব্লিউ স্পোর্টস।