Connect with us

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

আফ্রিদির বদলে নোমানকে খেলাচ্ছে পাকিস্তান


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না শাহীন শাহ আফ্রিদি। এই পেসারকে ছাড়া একাদশ সাজাতেই হিমিশিম খাচ্ছে পাকিস্তান। দলটির অধিনায়ক বাবর আজম স্বীকার করে নিয়েছেন এই পেসার শূন্যতা ভোগাবে তাদের।

রবিবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তাই দুই পেসার নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন বাবর। আফ্রিদির বিকল্প হিসেবে একাদশে খেলতে পারেন একজন বাড়তি স্পিনার। সে ক্ষেত্রে নোমান আলীর খেলা প্রায় নিশ্চিত বলেই মনে করেন পাকিস্তান অধিনায়ক।


এ প্রসঙ্গে বাবর বলেছেন, ‘শাহীনের না থাকা অবশ্যই বড় ধাক্কা। যেভাবে সে বোলিং করে, দরকারের সময় উইকেট এনে দেয়, তাতে দলের অনেক সুবিধা হয়। দুর্ভাগ্যের বিষয় যে সে মাঠে নামতে পারছে না। তার অভাব অবশ্যই টের পাবো আমরা।’


নোমান আলীকে খেলানোর প্রসঙ্গে বাবর বলেন, ‘তবে পরিস্থিতির নিরিখে আমরা একজন স্পিনারকে দলে নিচ্ছি। নোমান আলীকে নেওয়া হচ্ছে। সে কাল খেলবে। আমরা দুই পেসারে মাঠে নামব। চেষ্টা করা হবে সেরা একাদশকে মাঠে নামানোর। পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন নির্ধারণ করা হবে।’

দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে অবশ্য পাকিস্তান দলকে স্বস্তি দিচ্ছে ব্যাটারদের ফর্ম। কারণ সিরিজের প্রথম টেস্টে ৩৪২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। গলে যেকোনো দলের এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাড়তি ঝুঁকিতেই কাল হলো শান্ত'র

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি, বিশ্বাস লারার

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

গম্ভীর সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান দেন না, অভিযোগ শ্রীশান্থের

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াটসন

আর্কাইভ