শ্রীলঙ্কা- পাকিস্তান সিরিজ

চোটে আফ্রিদি, খেলছেন না দ্বিতীয় টেস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:48 শুক্রবার, 22 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই মাঠে নামছে পাকিস্তান। হাঁটুতে চোট পাওয়ায় ছিটকে পেছেন বাঁহাতি এই পেসার। আর তাই আফ্রিদিকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে পাকিস্তানকে।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, গলে সিরিজের প্রথম টেস্ট চলাকালে চোট পেয়েছিলেন আফ্রিদি। ম্যাচের চতুর্থ দিন সকালে পাওয়া সেই চোটই কাল হলো ২২ বছর বয়সী এই পেসারের জন্য।

শ্রীলঙ্কায় নিজ দলের সঙ্গেই অবস্থান করবেন আফ্রিদি। সেখান থেকেই চালিয়ে যাবেন পুনর্বাসন। সিরিজের প্রথম টেস্ট জয়ে দারুণ অবদান ছিল আফ্রিদির। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করা পথে মাত্র ৫৮ রান খরচায় চার উইকেট নেন তিনি।

প্রথম ইনিংসে ১৪.১ ওভার বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র সাত ওভার বোলিং করেছিলেন আফ্রিদি। মূলত স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়েছিলেন তিনি। অবশ্য আফ্রিদির চোট কতোটা গুরুতর সেই ব্যাপারে কিছুই জানায়নি পাকিস্তানের ম্যানেজমেন্ট।

২৪ জুলাই শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে আফ্রিদির জায়গায় খেলতে পারেন দলটির আরেক ফাস্ট বোলার হারিস রউফ। অবশ্য পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও ম্যানেজমেন্টের বিবেচনায় ভালো ভাবেই থাকবেন।