ওয়ানডে ক্রিকেট

‘মৃত’ ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:39 বৃহস্পতিবার, 21 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বেন স্টোকসের বিদায়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেটের ওয়ানডে সংস্করণ। ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আগে থেকেই সন্দিহান ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কদিন আগে একই কথা শুনিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এবার ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার পক্ষে মত দিয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই পেসার মনে করেন, ওয়ানডে ক্রিকেট এখন প্রায় মৃত।

পাকিস্তানের হয়ে লম্বা সময় প্রতিনিধিত্ব করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের হয়ে ৩৫৬ ওয়ানডে খেলা সাবেক এই পেসার নিয়েছেন ৫০২ উইকেট। ইংল্যান্ডকে হারিয়ে জিতেছেন ওয়ানডে সংস্করণের বিশ্বকাপও। অথচ ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই পেসারই ৫০ ওভারের ক্রিকেটকে বাদ দেয়ার পক্ষে কথা বলেছেন ওয়াসিম আকরাম।

এ প্রসঙ্গে ‘ভগনি এবং টাফার্স ক্রিকেট ক্লাব’ এর পডকাস্টে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার মনে হয় (ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিৎ)। ইংল্যান্ডে আপনি মাঠ ভর্তি দর্শক দেখতে পাবেন। তবে ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে স্টেডিয়াম (গ্যালারি) ভরাট করতে পারবেন না।’

‘তারা এখন (ওয়ানডে) শুধু খেলার জন্য খেলছে। প্রথম দশ ওভারের পর চেষ্টা থাকে বল প্রতি রান নেওয়ার, (মাঝে) একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার (সার্কেলের) ভেতরে থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তুলে এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেওয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা ঘটতে দেখা যায়।’

সিরিজের পর সিরিজ থাকায় ক্রিকেটাররা সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। শারীরিক ও মানসিক ধকল কমাতে কদিন আগে ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন স্টোকস। এদিকে সাম্প্রতিক সময়ে ক্রিকেটাররা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি মনোযোগী হচ্ছেন। 

সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রাজত্ব। যেখানে ক্রিকেটাররা অল্পদিন খেলে বেশি অর্থ উপার্জন করছে। এদিকে ২০ ওভারের ক্রিকেটের এমন ‍যুগে ওয়ানডে সংস্করণকে প্রায় মৃত বলছেন ওয়াসিম আকরাম। 

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সহজ, কয়েক ঘণ্টাতেই খেলা শেষ হয়ে যায়। এছাড়া বিশ্বজুড়ে লিগগুলোতে অর্থও অনেক বেশি। এটা (অর্থ) আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি অথবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে।’