আঞ্চলিক ক্রিকেট

আলোর মুখ দেখল আঞ্চলিক ক্রিকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 মঙ্গলবার, 19 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আঞ্চলিক ক্রিকেট বাস্তবায়নের দাবি অনেকদিনের। এর আগেও অনেকবার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি আঞ্চলিক ক্রিকেট। অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে এটি।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট বিকেন্দ্রীকরণের এই উদ্যোগ নেয়া হয়েছে। যদিও এর দেখভালের দায়িত্বে থাকবে খোদ বিসিবি। আর স্থানীয় কাউন্সিলরদের নিয়ে গঠন করা হবে আঞ্চলিক ক্রিকেট সংস্থা।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'আঞ্চলিক ক্রিকেট সংস্থা আমরা চাইলে এক মাসের মধ্যেই বাস্তবায়ন করতে পারব। তবে আমাদের লক্ষ্য আগামী বোর্ড সভার আগেই তা বাস্তবায়ন করা। তার আগেও হতে পারে, পরেও হতে পারে। তবে আমাদের লক্ষ্য একটা ঠিক করা হয়েছে।'

আপাতত সাতটি বিভাগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা হচ্ছে। নতুন বিভাগ ময়মনসিংহ থাকবে ঢাকা বিভাগের অধীনেই। ছোটো বিভাগগুলোর কমিটিতে সদস্য সংখ্যা হবে ১১ জন। আর বড় বিভাগগুলোতে সদস্য সংখ্যা থাকবে ১৭জন করে।

এরই মধ্যে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম শুরু হয়েছে কয়েকটি বিভাগে। এর মধ্যে রয়েছে সিলেট, চট্টগ্রাম ও রংপুর। অতি দ্রুতই বাকি বিভাগগুলোতে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরি নাদেল।

সভা শেষে তিনি গণমাধ্যমকে বলেন, 'অনানুষ্ঠানিকভাবে সিলেট, চট্টগ্রাম ও রংপুরে কার্যক্রম শুরু হয়েছে। পূর্ণাঙ্গ আদল হয়ে গেছে। এখন আমরা দ্রুতই বাস্তবায়নের পথে যেতে পারব। এতে করে তৃণমূলের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে পারব আমরা।'