বিসিবির এজিএম

ঢাকার সব ক্লাবের এখন সমান ভোট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:22 মঙ্গলবার, 19 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এই সভায় বিসিবির কাউন্সিলরশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে বিসিবির নির্বাচনে ঢাকার সবগুলো ক্লাবগুলো সমান ভোটের সুযোগ দেয়া হচ্ছে।

আগের গঠনতন্ত্র অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের দুজন করে প্রতিনিধি বিসিবির কাউন্সিলর হতে পারে। এখন থেকে সব ক্লাবের একজন করে কাউন্সিলর রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সবগুলো ক্লাবগুলোকেও ভোটাধিকার দেয়া হচ্ছে।

সভা শেষে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'কাউন্সিলরশিপ আগে যেটা ছিল সকলের (ভোটাধিকার) ছিল না। কারো কারো ছিল একটা করে, প্রিমিয়ার ডিভিশনের শীর্ষ ছয়টা ক্লাবকে দুটি করে দেয়া হতো। এখন আমরা প্রত্যেকটা ক্লাবকে একটা করে কাউন্সিলরশিপ দেব।'

প্রিমিয়ার লিগের ১৮টি ভোটের মধ্যে ৬টি কমে গেলেও প্রথম ও তৃতীয় বিভাগে ২০টি করেই কাউন্সিলরশিপ দেয়া হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় বিভাগে কাউন্সিলরশিপ থাকছে ২৪টি। এর ফলে আগে ৫৮ জন কাউন্সিলর নির্বাচনের ভোট দিতে পারতেন। এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭৬টিতে।

অবশ্য এর আগে প্রিমিয়ার লিগের শীর্ষ ৬ দলকে দুটি করে কাউন্সিলরশিপ দেয়ার কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন আগে শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করত আবাহনী ও মোহামেডান। অন্য দলগুলোতে উৎসাহ দিতেই দুটি করে কাউন্সিলরশিপ দেয়া হয়েছিল।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'আমার মনে হয় যে কারণটা ছিল অনেকগুলো দল শক্তিশালী দল করুক। এটা শুধু খেলার মানের জন্য না খেলোয়াড়দের লাভের জন্যও। আগের যেকোনো সময়ের তুলনায় ভালো পারিশ্রমিক পাচ্ছে ক্লাবগুলো থেকে। এটাই অবজেকটিভ ছিল। যেহেতু অনেক বছর ধরে ব্যক্তয় হচ্ছে না বরং আরও বাড়ছে। এটা (ছয় ক্লাবের দুটি করে ভোট) এখন বাদ দিতেই পারি।'