রামদিনের অবসর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রামদিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 সোমবার, 18 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দীনেশ রামদিন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে ১৩৯ ওয়ানডে, ৭৪টি টেস্ট ও ৭১টি টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন রামদিন। যদিও সিপিএলের আগামী আসরের জন্য কোনো দলে জায়গা পাননি তিনি। এর আগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়াওর্স, সেন্ট কিটস অ্যান্ড পিটার নেভিলস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে খেলেছেন।

নিজের অবসরের কথা জানিয়ে রামদিন বলেছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানাচ্ছি। গত ১৪ বছর ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে ক্রিকেট খেলে আমি আমার শৈশবের স্বপ্ন সত্যি করেছি।'

'আমার ক্যারিয়ারের কারণে আমি পুরো বিশ্ব দেখতে পেরেছি এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতির বন্ধু বানাতে পেরেছি। সেই সঙ্গে আমি যেখান থেকে উঠে এসেছি সেখানকার নাম উজ্জ্বল করতে পেরেছি।'

এ ছাড়া মুলতান সুলতানসের হয়ে পিএসএলের ২০১৭ ও ২০১৮ এর আসরে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ২০১৫ সালের জুলাইয়ে কলোম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রামদিনের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রামদিন। ড্যারেন স্যামি এই ফরম্যাট থেকে অবসর নিলে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান তিনি।

তিন ফরম্যাট মিলিয়ে ১৭ ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন রামদিন। এর মধ্যে ১৩টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন রামদিন।