এলপিএল

লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 রবিবার, 17 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর স্থগিত করা হয়েছে। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

সূচি অনুযায়ী ১ আগস্ট থেকে এলপিএলের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল। আর ফাইনাল হওয়ার কথা ছিল ২১ আগস্ট। যদিও চলমান বিক্ষোভের কারণে এই আসরটি স্থগিত করতে বাধ্য হয়েছে দেশটি।

প্রডাকশন গ্রুপ, রাইটস হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা মনে করেন এখন এলপিএল আয়োজনের অবস্থায় নেই শ্রীলঙ্কা।

দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়ের কারণে এখন উত্তাল শ্রীলঙ্কা। দেশটির সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন। এরই মধ্যে যা গণবিক্ষোভে রূপান্তরিত হয়েছে।

এমন অবস্থার মধ্যেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই সঙ্গে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তানও।

এর পরও শ্রীলঙ্কায় আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় এশিয়া কাপ নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিল শ্রীলঙ্কা।