বিপিএল

বিপিএলের আগামী তিন আসরের সূচি চূড়ান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:10 রবিবার, 17 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ৩ আসরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি। আর টুর্নামেন্ট শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

এরপর ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি। আর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালে বছরের প্রথম দিনই শুরু হবে বিপিএল।

আর সেবার এই ফ্র্যাঞ্চাইজি আসরের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর মধ্যে দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তিতে ফিরছে বিসিবি। এবার আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি করবে তারা। মূলত দলগুলোর প্রস্তুতির জন্যই আগে থেকেই দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'আমরা আগামী তিন বছরের দিনক্ষণ চূড়ান্ত করেছি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি যাদের দেবো, তাদেরকে তিন বছরের জন্য দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তিন বছরের জন্য দেবো এজন্য তিন বছরের দিনক্ষণটাও চূড়ান্ত করে দেয়া হয়েছে। যাতে করে আগে থেকে তারা প্রস্তুতি নিতে পারে।'

বিপিএলের আগামী তিন আসরের দিনক্ষণ জানিয়ে পাপন বলেন, 'পরবর্তী, অর্থাৎ নবম আসর (২০২৩) হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। তার পরের বছর (২০২৪ সালে) হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং তৃতীয়টা (২০২৫ সাল) হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।'