Connect with us

‘কোহলিকে বাদ দেয়ার মতো নির্বাচকের এখনও ভারতে জন্ম হয়নি’


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। ওয়ানডে থেকে বিশ্রাম নেয়া কোহলিকে রাখা হয়নি টি-টোয়েন্টিতেও। কোহলি ছাড়াও ক্যারিবিয়ানদের বিপক্ষে নেই জসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টিতে কোহলিকে কেন রাখা হয়নি সেটার নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ছন্দে না থাকা ভারতের সাবেক অধিনায়ককে টি-টোয়েন্টি দলে না রাখায় অনেকে ধারণা করছেন বাদ দেয়া হয়েছে কোহলিকে। তবে সেটির সঙ্গে একমত নন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন, কোহলিকে বাদ দেয়ার মতো নির্বাচকের এখনও ভারতে জন্ম হয়নি।

‘কট বিহাইন্ড’ ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘ভারতে ওই নির্বাচকের এখনও জন্মই হয়নি যে বিরাটকে (কোহলি) বাদ দিতে পারে। আর সত্যি বলতে, বিরাটকে বলির পাঁঠা বানিয়ে ভারতীয় দল বেঁচে যাচ্ছে। ২০১৯ বিশ্বকাপের দিকে তাকান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখুন। বিরাট নাহয় পারফর্ম করতে পারেনি, অন্যরা কি করেছে?’

লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরের পর থেকে সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! ব্যাট হাতে কেন রান পাচ্ছেন না কোহলি? সেটার কারণ খুঁজে পেয়েছেন লতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন, কোহলির সমস্যা না মানসিক নয় টেকনিক্যাল। 

লতিফ বলেন, ‘কোহলির সমস্যা মানসিক নয়, টেকনিক্যাল। (গত ম্যাচে) সে ইনিংস কীভাবে শুরু করেছে, খেয়াল করে দেখুন। শুরুতে একটি স্ট্রেট ড্রাইভ খেলেছে, এরপর অনড্রাইভ ও পরে কাভার ড্রাইভ খেলেছে। বলগুলির লেংথ দেখুন, সবগুলিই ছিল ফুল লেংথ, বিরাট যা স্বস্তিতে খেলতে পেরেছে। কিন্তু যেটিতে আউট হয়েছে, সেটির লেংথ একটু টেনে করা হয়েছে এবং পিচ করে বল বাইরে বেরিয়ে গেছে। ওই বলটি কাট করা উচিত ছিল, কিন্তু কোহলি এই শট খেলেন না।’

‘সে সবসময় সামনের পায়ে পুরো ভর দিয়ে খেলে। তাই ফুল লেংথ বল খেলতে তার সমস্যা হয় না। কিন্তু লেংথ একটু টেনে করলেই তার ব্যালান্স নষ্ট হয়। মোমেন্টামের সঙ্গে তার শরীর সামনে এগিয়ে যায়, তাতে স্বাভাবিকভাবেই বলের লেংথ একটু খাটো হলে এবং বল চোখের রেখার বাইরে চলে গেলে সে সামলাতে হিমশিম খায়। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে কাজ করতে হবে এটা নিয়ে।’

সর্বশেষ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

আর্কাইভ

বিজ্ঞাপন