বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে চোখ করুনারত্নের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:33 শুক্রবার, 15 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার গলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার। এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হেরেছিল স্বাগতিকরা। এরপর দ্বিতীয় টেস্ট জিতে প্রতিশোধ নিয়েছিল তারা।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাই সেই জয়ই অনুপ্রেরণা যোগাচ্ছে লঙ্কানদের। দীনেশ চান্দিমালের অপরাজিত ২০৬ রান আর স্পিনার প্রবাথ জয়াসুরিয়ার ১২ উইকেটে সহজেই শেষ টেস্ট জয় পেয়েছিল লঙ্কানরা।

এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশাও বেঁচে থাকবে লঙ্কানদের।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে মনে করেন ফাইনালে খেলার জন্য তাদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে। তাই পাকিস্তানকে দুই টেস্টেই হারাতে চান তারা।

এ প্রসঙ্গে করুনারত্নে বলেন, 'দেখে ভালো লাগছে একটি ভালো সিরিজ কাটানোর পর আমরা উপরে উঠেছি (পয়েন্ট টেবিলে)। আমরা যদি দুটি টেস্টেই জিততে পাড়ি তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দারুণ সুযোগ রয়েছে আমাদের। কিন্তু আমরা চেষ্টা করবো একটি করে ম্যাচ দেখে খেলতে।'

পাকিস্তান দলের বড় শক্তি তাদের বোলিং লাইনআপ। যে আক্রমণের নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদির মতো পেসার। স্পিন আক্রমণে আছেন ইয়াসির শাহর মতো অভিজ্ঞ স্পিনার। তাই দলটিকে সমীহ করছেন করুনারত্নে।

তিনি বলেন, 'তারা ভিন্ন দল। তারা স্পিনের বিপক্ষে ভালো খেলে। আগেও তারা টেস্টে ভালো করেছে। আমাদের স্বাভাবিক খেলাটা ভালোভাবে খেলতে হবে। তাহলেই কেবল তাদের হারানো সম্ভব।'