ভারত-পাকিস্তান ক্রিকেট

ইমামের চাওয়া, কোহলির সব রেকর্ড ভেঙে ফেলুক বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:09 শুক্রবার, 15 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা ব্যাটার হিসেবে নিজের অবস্থান অনেকটাই পাকাপোক্ত করেছেন বাবর আজম। এমন অবস্থায় ইমাম উল হকের চাওয়া বাবর যেন ক্রিকেটের প্রতিটি ফরম্যাটের রেকর্ডেই কোহলির চেয়ে এগিয়ে থাকেন।

অবশ্য কোহলিকে কিংবদন্তিতুল্য বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। এমনকি কোহলির সঙ্গে বাবরের তুলনা হয়না বলেও জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুলনা টানলে বাবর এগিয়ে থাকবেন বলেও বিশ্বাস পাকিস্তানি এই ক্রিকেটারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট কোহলি একজন কিংবদন্তি ক্রিকেটার এবং এই বিষয়ে কোন সন্দেহ নেই। যদি কেউ ২৪০টির বেশি ম্যাচ খেলে থাকে এবং কেউ ৮০টি ম্যাচ খেলে থাকে, তাহলে আপনি তাদের তুলনা করতে পারবেন না। আপনি যদি এখনই তার ক্যারিয়ারের তুলনা করেন, বাবর অনেক এগিয়ে, কিন্তু আমার সেরা বন্ধু এবং পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমি চাই সে কোহলির বহু রেকর্ড ভেঙে ফেলুক।’

ক্যারিয়ার শেষে কোহলির চেয়ে প্রতি ফরম্যাটে তিন থেকে চার হাজার রান করে বেশি করুক এমনটাই চাওয়া ইমামের। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না এই মুহূর্তে তাদের তুলনা করা হচ্ছে কেন। একজনের রান ১০ হাজারের বেশি। হ্যাঁ, ক্যারিয়ার শেষে আমি চাই বাবর প্রতি ফর্ম্যাটে কোহলির চেয়ে তিন থেকে চার হাজার রান বেশি করুক।’

বাবরের সামনে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রায় আড়াই বছর ধরে কোহলির ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। সেঞ্চুরির খোঁজ করতে গিয়ে ফর্মটাই হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

এমন অবস্থা থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে বাবরের এগিয়ে যাওয়াও সময়ের ব্যাপার মাত্র। অবশ্য ক্যারিয়ার শেষে বাবর নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন সেটাও দেখার বিষয়।