ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে সৌম্য-সাব্বির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:54 শুক্রবার, 15 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে আনঅফিসিয়াল টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আসন্ন সফরের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাব্বির রহমান ও সৌম্য সরকারের সুযোগ হলেও জায়গা পাননি নাঈম ইসলাম।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৫১৫ রান করেছিলেন সাব্বির। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে সুযোগ পান লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় তিন বছর পর সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার। এবার জায়গা পেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে।

৫০ ওভারের তিনটি ম্যাচের জন্য তাকে দলে রেখেছে বিসিবি। সাব্বির ছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা সৌম্য। তবে ডিপিএলে রানের ফোয়ার ছুটানো নাঈম ইসলামের সুযোগ হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৫ ম্যাচে ৮৫৯ রান করেছিলেন নাঈম।

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকলেও ডিপিএলের গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান করা নাঈম নেই ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড। দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে জাতীয় দলের হয়ে টেস্টে ওপেন করা মাহমুদুল হাসান জয়কে। এ ছাড়া ওয়ানডে দলে রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।

এদিকে লম্বা সময় ধরে ছন্দে নেই মুমিনুল হক। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুমিনুলকে ফর্মে ফেরাতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পাঠানো হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তবে চারদিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ককে।

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট।

চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে দল দুটি। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।

বাংলাদেশ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।