লিজেন্ডস ক্রিকেট লিগ

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 বৃহস্পতিবার, 14 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের সেপ্টেম্বরে আবারও শুরু হচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। এবারের আসরের অংশ নেবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এই টাইগার তারকা ছাড়াও ভারতের সাবেক স্পিনার হরভজন সিং, সাবেক ক্যারবীয় উইকেটরক্ষক ব্যাটার দীনেশ রামদিন, তারই স্বদেশী ল্যান্ডেল সিমন্সের খেলা নিশ্চিত করেছেন আয়োজকরা।

লিজেন্ডস লিগ ক্রিকেটের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রামান রাহেজা জানিয়েছেন, তারা ইতোমধ্যে মাশরাফি-হরভজনদের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, 'হরভজন, মুর্তজা, সিমন্স এবং রামদিনের খেলার নিশ্চয়তা পেয়েছি। তারা সবাই আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি। লিগের দ্বিতীয় মৌসুমে নিশ্চিতভাবেই তারা ভিন্ন মাত্রা যোগ করবে।'

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট। এরপর ১০ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে লিজেন্ডস ক্রিকেট লিগের।

এবারের আসরে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক ইয়ন মরগানেরও। টুর্নামেন্টের প্রথম আসরে এশিয়া লায়ন্সকে ২৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস।