বিশ্বকাপ

ধাওয়ানের লক্ষ্য ঘরের মাঠের বিশ্বকাপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:45 মঙ্গলবার, 12 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ অনেকদিন ধরেই ভারতীয় দলে অনিয়মিত শিখর ধাওয়ান। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর আর ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয়নি তার।

সুযোগ না পেলেও আগামী বছর ঘরের মাঠের বিশ্বকাপের স্বপ্নে বিভোর হয়ে আছেন ধাওয়ান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান তিনি। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন এই ওপেনার।

এ প্রসঙ্গে ধাওয়ান বলেছেন, ‘আমার আসল লক্ষ্য, আগামী বছরের বিশ্বকাপ এবং এর জন্য আমি ভারতের হয়ে যতগুলি সম্ভব বেশি ম্যাচ খেলতে চাই। আর সেই ম্যাচগুলোতে ভালো ফল করতে চাই। এর মধ্যে আইপিএল হবে, তাই আমি সেখানেও ভালো করাই লক্ষ্য। ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করব।’

বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও খেলবেন ধাওয়ান। আপাতত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছেন ধাওয়ান। তিনি মনে করেন ওয়ানডেতে সুযোগ পেলে নিজেকে আবারও প্রমাণ করতে পারবেন তিনি। 

ধাওয়ান বলেছেন, ‘আমি এই সফরের আগে ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। তাই আমি আমার প্রাথমিক এবং আমি যে ভাবে প্রস্তুতি নিচ্ছি তার উপর ফোকাস ধরে রাখার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে ওডিআই সিরিজের জন্য অনুশীলন করছি এবং আমি নিশ্চিত যে, ওডিআই ম্যাচগুলোতে আমি ভালো ফল করতে পারব।’

স্বাভাবিকভাবেই ৫ মাস পর দলে সুযোগ পেয়েই মানিয়ে নেয়া সহজ হবে না ধাওয়ানের জন্য। তবুও অভিজ্ঞতা দিয়ে সবকিছু জয় করতে প্রস্তুত তিনি। ধাওয়ানের ভাষ্য, ‘আমার অভিজ্ঞতা আছে। এ ছাড়াও, আমি আমার মৌলিক বিষয় এবং কৌশল সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী, যেগুলো একজন ওপেনারের জন্য গুরুত্বপূর্ণ দিক।’