আইপিএল

জুয়াড়িদের ধোঁকা দিতে ভারতে ‘ভুয়া’ আইপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:11 মঙ্গলবার, 12 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

রাশিয়ান জুয়াড়িদের ধোঁকা দিতে ভারতের গুজরাটে ভুয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করেছে একদল প্রতারক। এই ঘটনায় তাদের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া রাশিয়ান জুয়াড়িদের কাছে থেকে ৩ লাখ রুপি উদ্ধার করেছে তারা।

চলতি বছরের ২৯ মে পর্দা নেমেছে আইপিএলের এবারের আসরের। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর এর আদলে আয়োজন করা হয় নকল আইপিএল। একটি খামারি হ্যালোজেন বাতি দিয়ে রাতের বেলা আয়োজন করা হয় টুর্নামেন্টটি। যেখানে ২১জন শ্রমিককে বিভিন্ন দলের ক্রিকেটার হিসেবে খেলানো হয়। 

ক্রিকেটার হিসেবে খেলা শ্রমিকরা খামারে কাজ করেন। প্রতিটি খেলোয়াড়কে দৈনিক ৪০০ রুপি করে দেয়া হয়। একই খেলোয়াড়েরা পালাক্রমে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স  ও গুজরাট টাইটান্সের জার্সি পড়ে খেলে থাকেন। 

উচ্চ রেজুলেশনের ক্যামেরা দিয়ে আইপিএল নামের একটি ইউটিউব চ্যানেলে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। যা দেখে টেলিগ্রামের মাধ্যমে রাশিয়ান জুয়াড়িরা বাজি ধরেন। মাঠে থাকা নকল আম্পায়ারদের ওয়াকি টকি দিয়ে বোলার এবং ব্যাটারকে চার, ছক্কা ও আউট হওয়ার ইঙ্গিত দিতেন।

এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ভাবেশ রাঠোড় বলেছেন, ‘খামারটি ভাড়া করে সেখানে হ্যালোজেন বাতি লাগানো হয়। ২১ জন খামার শ্রমিককে ম্যাচ প্রতি ৪০০ রুপির বিনিময়ে ভাড়া করা হয়। টেলিগ্রামের মাধ্যমে বাজি ধরে আম্পায়ারকে ওয়াকিটকির মাধ্যমে চার-ছয়ের সংকেত দেওয়া হতো। নির্দেশনা অনুযায়ী এরপর বোলার ধীরগতিতে বল করতেন, যাতে চার বা ছয় মারতেন ব্যাটসম্যানরা।’