টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘অস্ট্রেলিয়াতে ভারত ৩ দল খেলালে একটি বিশ্বকাপ জিততে পারে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:55 শনিবার, 09 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে বেশ কিছু তরুণ ক্রিকেটার খুঁজে বের করেছে ভারত। যার ফলে ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে ভারতের পাইপলাইন। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে দলে সুযোগ পেয়ে পারফর্মও করছেন তরুণরা।

ভারতের তরুণদের এমন পারফরম্যান্সে মুগ্ধ জস বাটলার। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জানিয়েছেন, অস্ট্রেলিয়াতে চাইলে ভারত তিনটি দল খেলাতে পারে। যেখান থেকে একটি দল বিশ্বকাপও জিততে পারে বলে মনে করেন তিনি। ড্যারেন গফকে এমনটাই জানিয়েছেন বাটলার। 

আইপিএলের এবারের আসরের পর দ্বিতীয় সারির দল নিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে ভারত। যেখানে ছিলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহর মতো ক্রিকেটাররা। তবুও প্রোটিয়াদের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। 

এদিকে ইংল্যান্ডে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরে ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সেখানেও সিরিজ জিতে তারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও পুরো শক্তির দল নিয়ে খেলতে নামেনি ভারত। তবুও ভারতের কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড।

ভারতের এমন পাইপলাইন নিয়ে কথা বলতে গিয়ে ড্যারেন গফ বলেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের দলের নতুন অধিনায়ক জোস বাটলারের সঙ্গে ছিলাম এবং তিনি বলছিলেন, ভারত এই বছরের বিশ্বকাপে তিনটি দল খেলাতে পারে এবং তিনটি দলের যে কোনও একটি সম্ভবত জিততেও পারে।’