শ্রীলঙ্কা - পাকিস্তান সিরিজ

শ্রীলঙ্কাতে পা রেখেই দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:45 শুক্রবার, 08 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার মাটিতে পা রেখেই দুঃসংবাদ পেতে হলো পাকিস্তানকে। কলম্বোতে পৌঁছার পর পাকিস্তান দলের এক স্টাফের মাঝে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনায় আক্রান্ত হওয়া সেই স্টাফের নাম মালাং আলী। তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাসাজ সেবা দেওয়ার কাজ করে থাকেন। শ্রীলঙ্কার নিয়মানুসারে বর্তমানে তাকে পাঁচ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

পঞ্চম দিন আবারও র‍্যাপিড এন্টিজেন পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে তার। সেই টেস্টে নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। ১৮ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য নিয়ে শ্রীলঙ্কায় যায় পাকিস্তান। 

মালাং করোনায় আক্রান্ত হলেও বহরের বাকি সদস্যরা করোনা মুক্ত রয়েছেন। আগামী ১৬ জুলাই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। 

সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে। ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এর আগে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দল দুটি।