ইংল্যান্ড ক্রিকেট

‘বাজবল’ ক্রিকেট কতদিন স্থায়ী হয়, দেখতে চান স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:36 বৃহস্পতিবার, 07 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রেন্ডন ম্যাককালাম হেড কোচ এবং বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর একেবারেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। নিউজিল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর এজবাস্টন টেস্টও জিতে নিয়েছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে তাদের এই আগ্রাসী ক্রিকেটের নাম দেয়া হয়েছে 'বাজবল'। তবে টেস্টে 'বাজবল' ক্রিকেট কতদিন টিকে, সেটা দেখার ইচ্ছা পোষণ করেছেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ।

ম্যাককালাম-স্টোকস জুটি দায়িত্ব নেয়ার পর থেকে চারটি টেস্টেই ইংল্যান্ড জিতেছে লক্ষ্য তাড়া করে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড টানা তিন টেস্ট জিতে নেয় ২৭৭, ২৯৯ ও ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে।

ভারতের বিপক্ষে লক্ষটা আরও বেশি ছিল। তবুও ৩৭৮ রান তাড়া করে জিততে ইংল্যান্ডের কোনো কষ্টই হয়নি। সবগুলো ম্যাচেই আগ্রাসী ক্রিকেট খেলে নির্ধারিত সময়ের অনেক আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে সবগুলো ম্যাচই ইংল্যান্ড খেলেছে নিজেদের মাঠে।

অন্য কোনও দেশে গিয়ে এমনটা কী সবসময় সম্ভব কিনা সেটা জানার আগ্রহ প্রকাশ করে স্মিথ বলেন, 'এটা (বাজবল ক্রিকেট) খুবই রোমাঞ্চকর। তবে আমি দেখতে চাই, এটা কতদিন স্থায়ী হয়। এটা কি একটানা চলতে পারে?'

'আপনি যদি এমন উইকেটে ব্যাট করেন যেখানে ঘাস আছে এবং প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক সামনে থেকে বোলিং করছেন, আপনি কি তখনও এভাবে ব্যাটিং করবেন? আমরা দেখব ভবিষ্যতে কী হয়।'

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টেস্ট ক্রিকেটে ব্যর্থতার মুষড়ে পড়েছিল ইংল্যান্ড। এর আগে ১৭টি টেস্ট খেলে তারা জিতেছিল মাত্র এক ম্যাচে। ম্যাককালাম-স্টোকস আসার পরই ইংল্যান্ডের ক্রিকেটে শুরু হয় নবজাগরণ। এই জাগরণের আভাস ছড়িয়ে যায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্ট সিরিজেও।