ইংল্যান্ড ক্রিকেট

ম্যাককালাম মাঠে রকস্টারের মতো খেলতে বলেছে: রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:05 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। কিপিং, ব্যাটিং কিংবা নেতৃত্ব, সবকিছুতে আক্রমণই ম্যাককালামের অস্ত্র ছিল। কোচিং ক্যারিয়ারে এসেও বদলায়নি ম্যাককালামের দর্শন। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর শিষ্যদের মাঝেও এমন মানসিকতা তৈরি করে ফেলেছেন তিনি। 

নিউজিল্যান্ডের সাবেক দায়িত্ব নেয়ার পরই বদলে যায় ইংল্যান্ডের টেস্ট দলের চিত্র। পরিবর্তন এসেছে খেলার ধরনেও। টেস্ট ক্রিকেটেও টি-টোয়েন্টির মতো আক্রমণাত্বক ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছে ইংলিশরা। এদিকে ভারতের বিপক্ষে জয়ের পর জো রুট জানিয়েছেন, ম্যাককালাম সবাইকে রকস্টারের মতো করে খেলতে বলেছেন।

ম্যাককালামকে নিয়ে বলতে গিয়ে রুট বলেন, ‘বেন (ব্রেন্ডন ম্যাককালাম) আমাদের বলেছেন খেলার মাধ্যমে বিনোদন দিতে। তিনি বলেছেন, মাঠে গিয়ে রকস্টারদের মতো খেলতে। মজা করতে করতে খেলা এবং প্রতিটা সুযোগ কাজে লাগানোই এখন আমাদের উদ্দেশ্য। খেলা দেখতে আসা প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করা।’

লম্বা সময় ধরেই ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন রুট। ভারতের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি। ফ্যাব ফোরের তালিকায় সবার পেছনে থাকলেও সর্বশেষ তিন বছরে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন রুট। সেঞ্চুরি কিংবা রান, সব জায়গাতেই শীর্ষে রয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে ছাপিয়ে গেছেন। তবুও সেঞ্চুরির পর দেখা যায়নি রুটের বাড়তি কোনো উচ্ছ্বাস। এদিকে ভারতের বিপক্ষে সেঞ্চুরিটি ম্যাককালামকে উৎসর্গ করেছেন রুট। 

তিনি বলেন, ‘আমার মনে হয় না কোনও দিন নিজেকে রকস্টার ভাবতে পারবো। তবে আজ ১০ সেকেন্ডের জন্য নিজেকে রকস্টার মনে হচ্ছিল (হাসি)। সেদিন বেন নিজে এলভিস প্রেসলির একটা সিনেমা দেখেছিলেন। সারা সপ্তাহ ধরেই তারপর থেকে নিজেকে রকস্টার মনে করছেন তিনি। তাই এই জয় ওকে উৎসর্গ করলাম।’