ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সিরিজ

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:16 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরের পর থেকেই অকার্যকর বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। সর্বশেষ তিন বছরে কোনো ম্যাচ না হলেও অবশেষে আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। যার শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে।

২০২০ সালের পর প্রথমবার ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও। চলতি বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজটি সামনে রেখে সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)।

আগামী ৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট। চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে দল দুটি। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে ১৬ আগস্ট।

সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। এদিকে ২০২৩ সালেও এই দুই দলের মাঝে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও (সিডব্লিউসি)।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের পূর্ণাঙ্গ সূচি

তারিখ  ম্যাচ  ভেন্যু
৪-৭ আগস্ট ১ম চারদিনের ম্যাচ সেন্ট লুসিয়া
১০-১৩ আগস্ট ২য় চারদিনের ম্যাচ সেন্ট লুসিয়া
১৬ আগস্ট ১ম ৫০ ওভারের ম্যাচ সেন্ট লুসিয়া
১৮ আগস্ট ২য় ৫০ ওভারের ম্যাচ সেন্ট লুসিয়া
২০ আগস্ট ৩য় ৫০ ওভারের ম্যাচ সেন্ট লুসিয়া