ইংল্যান্ড - ভারত সিরিজ

ভুল শুধরানোর সময় না পাওয়ায় দ্রাবিড়ের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:15 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক বছরে ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল হয়ে উঠেছে ভারত। দেশের মতো বাইরে গিয়েও সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর আশা জাগিয়েছিলেন ইংল্যান্ডের মাটিতেও। এজবাস্টন টেস্টের আগে সিরিজে ভারত এগিয়েছিল ২-১ ব্যবধানে। 

সিরিজের পঞ্চম টেস্টে জো রুট ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হেরে যায় ভারত। এদিকে রাহুল দ্রাবিড় মনে করেন, গত কয়েক বছরে টেস্টে ভালো করলেও সম্প্রতি পিছিয়ে পড়েছেন তারা। টেস্টে সম্প্রতি কেন ভারত খারাপ করছে, সেটির বেশ কয়েকটি কারণও খুঁজে বের করেছেন দলটির প্রধান কোচ। 

এ প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমরা কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিকভাবে ভালো করে আসছি। প্রতিপক্ষের উইকেট নিচ্ছি, ব্যাটসম্যানরা রান করছে, আমরা টেস্ট জিতছি। কিন্তু সম্প্রতি, নির্দিষ্ট করে ধরলে শেষ কয়েক মাস আমরা সেই পারফরম্যান্স থেকে অনেকটাই পিছিয়ে আছি।’

‘নানা কারণে এটি হতে পারে। হতে পারে আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। হতে পারে ক্রিকেটাররা মানদণ্ড অনুযায়ী ফিট নয়। এ কারণে যে মানদণ্ড নিজেরাই তৈরি করেছি, সেটি থেকে পিছিয়ে যাচ্ছি।’

ব্যস্ত সূচির কারণে প্রতিটি দলকেই এখন প্রতিনিয়ত খেলার মাঝে থাকতে হয়। ঠাসা সূচির কারণে একই সময় দুটি দলও খেলানো শুরু করেছে ভারত ও ইংল্যান্ড। বড় সিরিজের আগে বিশ্রাম দেয়া হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। এত বেশি ক্রিকেট হওয়ার কারণে ভুল শোধরানোর সুযেোগ মিলছে না বলে জানান দ্রাবিড়। 

আক্ষেপ করে তিনি বলেন, ‘ভুলভ্রান্তি পর্যালোচনা করব এখন। প্রতিটি ম্যাচ থেকেই শিক্ষণীয় অনেক কিছুই থাকে। কিন্তু ইদানীং এত ক্রিকেট হচ্ছে, সবকিছু পর্যালোচনা করে ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সময়ই তো তেমন পাওয়া যায় না।’