ইংল্যান্ড ক্রিকেট

টেস্ট দল নিয়ে মন্তব্য করতে নারাজ বাটলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:47 বুধবার, 06 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে টানা চার জয়। সবগুলো জয়ই এসেছে অন্তত ২৭০ রানের বেশি লক্ষ্য অতিক্রম করে। এই মুহূর্তে ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ইংল্যান্ডের টেস্ট দল। তবুও নিজ দল নিয়ে মন্তব্য করতে রাজি নন জস বাটলার।

মূলত টেস্ট দলে না থাকার কারণেই মন্তব্য করতে নারাজ বাটলার। যদিও দল থেকে বাদ পড়াকে ইতিবাচকভাবেই দেখছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের এই অধিনায়ক।

৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে মাত্র দুবার সেঞ্চুরি উদযাপন করতে পেরেছেন বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজেও নিষ্প্রভ ছিলেনেই ব্যাটার। চার ম্যাচ খেলে করেন ১৫.২৮ গড়ে ১০৭ রান। সেই সিরিজে ৪-০ তে হারে ইংল্যান্ড। এমন হারের পর বাদ পড়েন বাটলার।

বাটলার বলেন, 'সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হয়েছি, এটা এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য। আমি এদিকেই নজর রাখছি। সামনে যে চ্যালেঞ্জ আছে তা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। এখন আমার পুরো নজর এখানেই রাখতে হবে।'

'টেস্ট নিয়ে সবাই আমাকে জিগ্যেস করতে হবে, তবে যতক্ষণ কেউ আমাকে দলে না নেয় সেটা নিয়ে কথা বলা ঠিক হবে না। তবে যখন আমি বাদ পড়েছি, সেটা ঠিকই ছিল। অ্যাশেজে আমি খুবই খারাপ খেলেছি এবং এজন্য আমি এখন টেস্ট দলে নেই।'

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বাটলার। আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করার পর ইংল্যান্ডের হয়ে নেদারল্যান্ডস সিরিজেও দারুণ খেলেন তিনি। যেখানে এক ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।