ভারত-ইংল্যান্ড সিরিজ

ছেলেরা এভাবে খেললে আমার কাজ সহজ হয়ে যায়: স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:09 মঙ্গলবার, 05 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে ইংল্যান্ড। বিশেষ করে জো রুট আর জনি বেয়ারস্টোর দুর্দান্ত  ব্যাটিংয়ের কাছে দ্বিতীয় ইনিংসে পাত্তাই পায়নি ভারতের বোলাররা।

জিততে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১১৯ রান। সেই লক্ষ্য প্রথম সেশনেই পেরিয়ে গেছেন ইংলিশ ব্যাটাররা। এমন পারফরম্যান্সের পর রুট-বেয়ারস্টোদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক বেন স্টোকস।

তিনি বলেন, 'ছেলেরা যখন এভাবে খেলে, তখন আমার কাজ সহজ হয়ে যায়। ডেসিং রুমে আমরা যে রকম স্বচ্ছ এটা এমন বড় লক্ষ্য তাড়াকেও সহজ করে দেয়। পাঁচ সপ্তাহ আগে ৩৭৮ রান ভয়ের ছিল। কিন্তু এখন ঠিক আছে।'

এজবাস্টনে এই ম্যাচের আগে এতো বড় রান তাড়া করে জয়ের কোনো রেকর্ড ছিল না ইংল্যান্ডের। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেই তারা ২৭৭, ২৯৯ ও ২৯৬ রান তাড়া করে সবার নজর কেড়েছিল তারা।

এই ম্যাচ জয়ের কৃতিত্ব অনেকটাই বেয়ারস্টো ও রুটের। শেষ পর্যন্ত ১৪২ রানে অপরাজিত ছিলেন রুট। আর বেয়ারস্টো অপরাজিত ছিলেন ১১৪ রানে।

এই দুজনকে প্রশংসায় ভাসিয়ে স্টোকস বলেন, 'কৃতিত্বের সবটাই জনি ও রুটের প্রাপ্য। কিন্তু নতুন বলে ওপেনাররা বুমরাহ ও শামিদের বিপক্ষে যেভাবে খেলেছে সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।'