পাকিস্তান

নিরাপত্তা শঙ্কায় 'বুলেটপ্রুফ গাড়ি' ব্যবহার করেন রমিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 মঙ্গলবার, 05 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর থেকে বেশ কিছু ইতিবাচক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন রমিজ রাজা। তিনি এ দায়িত্ব পাওয়ার পর বোর্ড থেকে বাড়তি কোনো সুবিধা নেন না। তবে নিরাপত্তার স্বার্থে পিসিবি চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত 'বুলেটপ্রুফ গাড়ি' ব্যবহার করেন।

পাকিস্তান জাতীয় সংসদে খেলাধুলার জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন রমিজ। এই সময়ে তিনি আরও জানান, সবসময় পিসিবির আর্থিক দিক বিবেচনা করেন রমিজ। পিসিবির জন্য আর্থিক দিক থেকে কোনো বোঝা নন তিনি।

পিসিবি চেয়ারম্যান তার অন্যান্য খরচের বাইরে চিকিৎসা খরচও নিজেই বহন করেন। তবে নিরাপত্তা নিয়ে তার শঙ্কা থাকায় পিসিবির দেয়া 'বুলেটপ্রুফ গাড়ি' ব্যবহার করেন রমিজ। তাছাড়া পিসিবি থেকে বাড়তি কোনো সুবিধা গ্রহণ করেন না তিনি।

পাকিস্তান জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত থাকা এক সূত্র জানিয়েছে, ‘একপর্যায়ে স্ট্যান্ডিং কমিটিকে রমিজ বলেছে যে, সে নিরাপত্ত শঙ্কা এড়াতে বোর্ডের দেয়া 'বুলেটপ্রুফ গাড়িটি' ব্যবহার করে। এছাড়া পিসিবি থেকে অন্য যেকোনো সুবিধা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছে।’

এই সভায় বোর্ডের বার্ষিক অডিট রিপোর্ট জমা দেননি রমিজ। তাই পরবর্তী সভায় রমিজকে বোর্ডের বার্ষিক খরচের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পিসিবির দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতীয় সংসের কোনো কমিটির মুখোমুখি হতে হয়েছে তাকে।

সূত্র আরও জানিয়েছে, ‘কমিটির সদস্যের কাছে দুই ঘণ্টার লম্বা সেশনে রমিজ এটি পরিষ্কারভাবে জানিয়েছে যে, সে পিসিবি চেয়ারম্যান হিসেবে বোর্ডের সার্ভিসের অধীনে শুধুমাত্র দৈনিক ভাতা, হোটেল ভাতা এবং ভ্রমণ ভাতা গ্রহণ করে থাকে।’