শ্রীলঙ্কা- অস্ট্রেলিয়া সিরিজ

গল টেস্টের আগে ৩ স্পিনারকে দলে ভেড়াল শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:33 মঙ্গলবার, 05 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের আগে শ্রীলঙ্কা দলে ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন স্পিনার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ডাক পাওয়া এই তিন স্পিনার হলেন মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহে।

এই তিন জনের অন্তত একজন, এমনকি দুজনের অভিষেক করাতে পারে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট। কেননা ইতোমধ্যেই করোনা আক্রান্ত হয়ে এই সিরিজ থেকে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রমা। এ ছাড়া বাদ দেয়া হয়েছে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।

অভিষেকের দৌড়ে এগিয়ে থাকবেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। পাঁচ ম্যাচের সেই সিরিজে ওয়েলালাগে নেন সর্বোচ্চ ৯ উইকেট।

তা ছাড়া ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখার সামর্থ্য আছে ওয়েলালাগের। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন তিনি। এবার সতীর্থ স্পিনাররা না থাকায় খেলতে পারেন মূল একাদশে।

ওয়েলালাগে ছাড়াও অভিষেক হতে পারে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহের। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে তিনি নিয়েছেন ১৩ উইকেট।

এই যাত্রায় কিছুটা পিছিয়ে আছেন সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার উদীয়মান তারকা থিকশানা। ডানহাতি এই স্পিনার এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে চার উইকেট নিয়েছেন। যদিও রান আটকে রাখায় সফল তিনি। ক্যারিয়ারের তিনটি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি থিকশানা খেলেন ২০১৮ সালে।

এদিকে প্রথম টেস্টের তৃতীয় দিন করোনায় আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের আইসোলেশন শেষ হচ্ছে ৫ জুলাই। দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় তাকে রাখা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।