বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

হিটার থেকে ব্যাটার পাওয়েল, নেপথ্যে মানসিকতা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:27 সোমবার, 04 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালো সময় পার করছেন রভম্যান পাওয়েল। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা এই ক্যারিবিয়ান ২০২২ সালে এসে অনেকটাই ধারাবাহিক হয়েছেন। সর্বশেষ ৩টি টি-টোয়েন্টি সিরিজের মোট ৮ ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। রবিবার বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস। ম্যাচ সেরা হওয়ার পর জানিয়েছেন, সাফল্যের রহস্যও।

দেশের হয়ে ৪১টি টি-টোয়েন্টি খেলা পাওয়েল প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ১৮তম ম্যাচে এসে বাংলাদেশের বিপক্ষে। এর মাঝে ৩০'র ঘরে গিয়েছিলেন মাত্র একবার। এর ৩ ইনিংস পর আরও একটি হাফ সেঞ্চুরি পেলেও এই ক্যারিবিয়ানের ফর্ম ছিল আসা-যাওয়ার মাঝে। 

২০১৯ সালে সর্বশেষ ৫০'র ঘরে পা রাখা পাওয়েল ২০২২ সালে এসে পান প্রথম সেঞ্চুরির দেখা। এরপর থেকেই এক গতিতে সামনে এগিয়ে চলেছেন তিনি। আরও ২টি হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। তবে এই ৩ বছরে পাওয়েলের মানসিকভাবে আরও শক্ত হয়েছেন বলেই সাফল্য তার ঘরে আসছে।

পাওয়েল জানিয়েছেন, এখন নিজেকে তিনি হিটার নয় বরং পুরোদস্তুর ব্যাটার মনে করেন। এ কারণেই তিনি ব্যাটিংয়ে সফল হতে পারছেন। তিনি বলেন, 'পেশাদার খেলায় আপনি যে কোন কিছুই করেন না কেন উন্নতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাকে স্কিল, মানসিক সহ সবদিক দিয়েই ধিরে ধরে উন্নতি করতে হবে এখন শিক্ষা নিতে হবে।'

'সত্যি বলতে আমি নিজেকে একজন হিটার ভাবা বন্ধ করে দিয়েছি। নিজেকে পুরোদস্তুর ব্যাটার হিসেবে দেখি এখন যে পাওয়ার দিয়ে নিয়ন্ত্রনের সঙ্গে বল মারতে পারে। এমনকি কখন কোন সময়, কোন পরিস্থিতিতের সিঙ্গেল নিতে হবে আর কখন আক্রমণ করতে হবে এটাও বুঝতে শিখেছি এবং শিখছি', আরও যোগ করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯৩ রান। ওপেনার ব্রেন্ডন কিংয়ের ৪৩ বলে ৫৭ রানের সাথে বড় অবদান পাওয়েলের ২৮ বলে হার না মানা ৬১ রানের ইনিংসের। ৫ নম্বরে নেমে প্রথম ৯ বলে করেন ৭ রান।

সাকিবের করা ১৬তম ওভারে ৩ ছক্কার সাথে ১ চারে নেন ২৩ রান। পরের ওভারে তাসকিনকে মারেন টানা ২ ছক্কা ১ চার। ২০ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অর্থাৎ ফিফটি ছোঁয়ার আগে ১১ বলে করেন ৪৩ রান! শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৮ বলে ২ চার ৬ ছক্কায় ৬১ রানে। ১৯৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬ উইকেটে ১৫৮ রানে থামে বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পাওয়েল ক্রিজে নিজের পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘পরিকল্পনা সহজই ছিল, একটা শুরু দরকার ছিল এরপর বাকিটা আমি সবসময় যেভাবে নিজের মধ্যে ধারণ করি। খুবই ভালো ব্যাটিং উইকেট, দুর্ভাগ্যজনকভাবে মাত্র দুইটি ম্যাচ এখানে, (আফসোস) যদি তিনটা ম্যাচই এখানে হত! অনেক বেশি কৃতিত্ব দিতে হবে আমার ব্যাটিং কোচকে। যিনি স্পিনের বিপক্ষে আমাকে আরও ভালো করে গড়ে তুলেছেন।’

নিজেদের বোলারদের সাথে ডমিনিকার দর্শকদেরও ধন্যবাদ দেন পাওয়েল, ‘বোলাররা দারুণভাবে প্রয়োগ করেছে (পরিকল্পনার)। পাওয়ার প্লেতে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের পথটা সহজ করে দিয়েছে। ডমিনিকার জনগণকে ধন্যবাদ, এখানকার দর্শকরা অসাধারণ, তাদের কুর্নিশ জানাই।’