Connect with us

ইংল্যান্ড-ভারত টেস্ট

লক্ষ্য যাই হোক, আমরা তাড়া করবো: বেয়ারস্টো


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জমে উঠেছে এজবাস্টন টেস্ট। প্রথম ইনিংসে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ভারতকে ছেড়ে কথা বলবে না ইংল্যান্ড। এমনটাই ইঙ্গিত দিয়েছেন জনি বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, ভারত যত বড় লক্ষ্যই দিক না কেন। ইংল্যান্ড সেই লক্ষ্য তাড়া করবে।

যদিও প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতেই। ১৩২ রানের লিডের সঙ্গে তৃতীয় দিন শেষে ৩ উইকেট ১২৫ রান যোগ করেছে ভারত। ম্যাচে ফিরতে ভারতের বাকি ৭ উইকেট চতুর্থ দিন দ্রুত ফেলে দিতে হবে ইংলিশদের। যদিও ভারতের ভরসা হয়ে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্ত।

এমন সমীকরণের সামনেই বেয়ারস্টো বলেছেন, ‘লক্ষ্য যাই হোক না কেন, আমরা তাড়া করে জেতার চেষ্টা করব।‘ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এখন ড্র করাই ইংল্যান্ডের জন্য বড় অর্জন হবে। বেয়ারস্টো অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন, 'যে মেজাজে আমরা খেলি, কিছু ম্যাচ তো আপনাকে হারতেই হবে।‘

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের নতুন মানসিকতার ছাপ দেখা গেছে। হারার আগে না হারার সেই মানসিকতা ভারতের বিপক্ষেও অব্যাহত আছে। তিনি বলেছেন, ‘যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব। আমরা আগের মতোই (নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন করেছেন) তাড়া করব।’

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে কিছু ম্যাচে হারতেও হতে পারে। সেই চিন্তাও মাথায় আছে বেয়ারস্টোর। তিনি মনে করেন যেকোনো দল তাদের চেয়ে ভালো খেলতেই পারে। এমন কঠিন পরিস্থিতিতেও নিজেদের খেলাটা উপভোগ করে যেতে চান তারা।

বেয়ারস্টোর ভাষ্য, ‘মানুষ (কখনো না কখনো) আপনার চেয়ে ভালো খেলবেই। কিন্তু আমরা যেভাবে খেলছি সেটা যদি উপভোগ করি, আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে। এটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো এবং আগামী প্রজন্মের টেস্ট ক্রিকেটারদের আগ্রহী করবে।‘

সর্বশেষ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

আর্কাইভ

বিজ্ঞাপন