বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মোসাদ্দেককে বোলিংয়ে না আনার কারণ জানালেন মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 সোমবার, 04 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ওভার বোলিং করে এক উইকেট নেন মোসাদ্দেক হোসেন। দারুণ ছন্দে থাকা এই মোসাদ্দেককে এরপর আর বলই দেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে তার হাতে বল না তুলে দেয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

চোট পাওয়া মুনিম শাহরিয়ারের জায়গায় দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ মিলে মোসাদ্দেকের। সুযোগ পেয়ে সেটা নিজের প্রথম ওভারেই কাজে লাগান এই স্পিন বোলিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ দলপতি নিকোলাস পুরানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।

সেই ওভারে আর রানই দেননি তিনি। পুরো ম্যাচে মোসাদ্দেক হোসেনের বোলিং ফিগার ১-১-০-১। কিন্তু ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৭৪ রানের সেই জুটি ভাঙার পর আর বলই হাতে পাননি তিনি।

তার প্রান্ত থেকে নতুন স্পেল শুরু করেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারের পরই বাংলাদেশের বোলারদের ওপর চওড়া হন রভম্যান পাওয়েল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানা গেল, দুজন ডানহাতি ব্যাটার উইকেটে থাকায় ডানহাতি কোনো স্পিনারকে বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ।

বাংলাদেশের অধিনায়ক বলেন, 'মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। তবে রভম্যান পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, দুজনই ডানহাতি ব্যাটসম্যান ছিল, ওই পাশে ছোটও ছিল (সীমানা), এজন্য ঝুঁকিটা নেইনি।'

'ওই সময় তাসকিনকে বোলিংয়ে আনি, আরেক পাশ থেকে সাকিব বোলিং করছিল। সাকিবকেও কিছুটা পরে বোলিংয়ে আনি, যেহেতু পুরান (বাঁহাতি) ব্যাটিং করছিল। তবে আমার মনে হয় রভম্যান পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে ম্যাচ আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে।'

ম্যাচটিতে ২৮ বলে অপরাজিত ৬১ রান করেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ করে পাঁচ উইকেটে ১৯৩ রান। বাংলাদেশ করে ছয় উইকেটে ১৫৮ রান। সফরকারীরা ম্যাচ হারে ৩৫ রানের ব্যবধানে।