বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পাওয়েল আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে: মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:44 সোমবার, 04 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাতে বড় ভূমিকা রেখেছেন রভম্যান পাওয়েল। তার ছয় ছক্কার বিধ্বংসী ইনিংসে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৩৫ রানে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাওয়েলকে কৃতিত্ব দিতে ভোলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

পাওয়েলের করা ২৮ বলে অপরাজিত ৬১ রানের সুবাদে স্কোর বোর্ডে পাঁচ উইকেটে ১৯৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৮ রান করে থামে বাংলাদেশ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। ‘১৯০ রান তাড়া করতে গেলে ভালো শুরু খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার-প্লেতে ৫৫-৬০ রান লাগবে। তাহলে আপনি হয়ত ম্যাচে থাকবেন। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেললাম আর রান করেছিলাম ৪৪। ওখানেই আমরা হয়ত পিছিয়ে পড়েছি।’

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দিশাহারা বোলিংয়ের পর বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এই ওপেনার ওবেড ম্যাকয়ের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শামার ব্রুক্সের হাতে ক্যাচ দেন। পরের বলেই এনামুল হক বিজয় বোল্ড হয়ে ফেরেন।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৭ বলে ১১ রান করে ওদেন স্মিথের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অফে ম্যাকয়ের হাতে ক্যাচ দেন। দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন সাকিব ও আফিফ। কিছুক্ষণ পর আফিফও ফিরে যান।

তবে মাঝের দিকে একটানা ৪৫ বলে কোনো বাউন্ডারি আসেনি বাংলাদেশের ইনিংসে। খেলার এক পর্যায়ে সাকিবের রান ছিল ৩৭ বলে ৩৫। ৪৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। তারপর অবশ্য হাতখুলে মেরেছেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রান নিয়ে।

মাহমুদউল্লাহ আরও বলেন, 'সাকিব মাশাল্লাহ খুবই ভালো ব্যাট করেছে, কিন্তু বোলিংয়ে আমরা সম্ভবত কয়েকটা ওভারে খুব বেশি রান দিয়ে দিয়েছি। ওইটাতে কোন সমস্যা নাই, টি-টোয়েন্টিতে হতেই পারে। কিন্তু জায়গায় বল করতে চেয়েছি, ওইখানে আমরা বল করতে পারিনি।'