ইংল্যান্ড- ভারত সিরিজ

ইংল্যান্ডকে টানলেন বেয়ারস্টো, ভারতকে পূজারা-পান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 সোমবার, 04 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এজবাস্টন টেস্টে ভারতের করা ৪১৬ রানের জবাবে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ২৮৪ রান করে থেমেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের সংগ্রহ তিন উইকেটে ১২৫ রান। সফরকারীরা ইতোমধ্যেই লিড নিয়েছে ২৫৭ রানের।

পাঁচ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দেখেশুনে খেলে পঞ্চাশ রানের জুটি গড়েন বেয়ারস্টো এবং বেন স্টোকস। নিজের খেলা ৮১তম বলে হাফ সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো।

দলীয় ১৪৯ রানে ফিরে যান ইংলিশ অধিনায়ক। তাকে বিদায় করেন শার্দুল ঠাকুর। মিড অফে জসপ্রীত বুমরাহর দুর্দান্ত ক্যাচ লুফে নিলে ২৫ রান করেই ফিরতে হয় স্টোকসকে। তারপর স্যাম বিলিংসের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন বেয়ারস্টো।

দেখেশুনে খেলে নিজের সেঞ্চুরিও আদায় করেন তিনি। ইংলিশ এই ইনফর্ম ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ শামি। প্রথম স্লিপে বেয়ারস্টোর ক্যাচটি লুফে নেন পুরো ইনিংসজুড়ে তাকে স্লেজিং করা বিরাট কোহলি।

১৪০ বলে ১০৬ রান করে ফিরে যান গত দুই টেস্টেও শতক হাঁকানো বেয়ারস্টো। ইনিংসে ছিল ১৪টি চার ও দুটি ছক্কার মার। শেষদিকে বিলিংসের ব্যাটে আসে ৩৬ রান, এ ছাড়া ম্যাথু পটস করেন ১৯ রান।

ভারতের বোলারদের মধ্যে চার উইকেট নেন মোহাম্মদ সিরাজ। বুমরাহ নেন তিন উইকেট। দুটি উইকেট নেন শামি।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলেই ওপেনার শুভমান গিলকে হারায় ভারত। চার রান করা গিলকে ফেরান জেমস অ্যান্ডারসন। তারপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন চেতেশ্বর পূজারা এবং হানুমা বিহারি।

বিপদজনক হয়ে ওঠার আগেই বিহারিকে বিদায় করেন স্টুয়ার্ট ব্রড। ১১ রানে ফিরে যান বিহারি। চারে নামা বিরাট কোহলি এ দিনও ব্যর্থ হয়েছেন। ৪০ বলে ২০ রান করে অধিনায়ক স্টোকসের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

অপরদিকে দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন পূজারা। ১৩৯ বলে ৫০ রান নিয়ে দিন শেষ করেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ঋষভ পান্ত। উইকেটরক্ষক এই ব্যাটার আছেন ৩০ রান নিয়ে। এখন পর্যন্ত দুজন তুলেছেন অবিচ্ছিন্ন ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৪১৬/১০ (৮৪.৫ ওভার) (পান্ত ১৪৬, জাদেজা ১০৪; অ্যান্ডারসন ৫/৬০, পটস ২/১০৫)।

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৮৪/১০ (৬১.৩ ওভার) (বেয়ারস্টো ১০৬, বিলিংস ৩৬; সিরাজ ৪/৬৬, বুমরাহ ৩/৬৮)।

ভারত (দ্বিতীয় ইনিংস)- ১২৫/৩ (৪৫ ওভার) (পূজারা ৫০*, পান্ত ৩০*; স্টোকস ১/২২)।