ইংল্যান্ড - ভারত সিরিজ

‘কোহলি স্লেজিং করে বেয়ারস্টোকে পূজারা থেকে পান্ত বানিয়ে দিয়েছে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 রবিবার, 03 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দারুণ সব শটের পসরা সাজিয়ে রানের ফোয়ারা ছুটাচ্ছেন জনি বেয়ারস্টো। সাদা পোশাকের ক্রিকেটে স্বপ্নের মতো বছর পার করছেন ডানহাতি এই ব্যাটার। দারুণ ছন্দে থাকা বেয়ারস্টোকে মানসিকভাবে নড়বড়ে করতে স্লেজিং করে বসেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়কের স্লেজিংয়ের পর বদলে যায় ইংলিশ ব্যাটারের ব্যাটিংয়ের ধরন।

ধীরগতির ব্যাটিংয়ে শুরু করা বেয়ারস্টো শেষ পর্যন্ত থেমেছেন সেঞ্চুরি পেরিয়ে। শেষের সময়টায় খানিকটা আক্রমণাত্বক ছিলেন তিনি। বেয়ারস্টোর আক্রমণাত্বক ব্যাটিংয়ের জন্য কোহলিকে দায় দিচ্ছেন বীরেন্দ্রর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার মনে করেন, স্লেজিং করে বেয়ারস্টোকে চেতেশ্বর পূজারা থেকে ঋষভ পান্ত বানিয়ে দিয়েছেন কোহলি।

বেয়ারস্টোর সঙ্গে কোহলির কথার লড়াই শুরু হয় এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে। মোহাম্মদ শামির দারুণ এক ডেলিভারিতে পরাস্ত হন বেয়ারস্টো। এরপর ফিল্ডিং করা কোহলি বেয়ারস্টোকে উদ্দেশ্যে করে বলেন, ‘(টিম) সাউদির চেয়ে একটু জোরে বল করছে, নাকি!’

সেখানেই থেমে থাকেনি তাদের দুজনের কথার লড়াই। এজবাস্টন টেস্টের তৃৃতীয় দিনেও বেয়ারস্টোকে স্লেজিং করে বসেন কোহলি। ইংলিশ এই ব্যাটারকে ইঙ্গিত করে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘চুপ করে দাঁড়িয়ে থাকো এবং ব্যাটিং করো।’

কোহলির এমন স্লেজিংয়ে অবস্থার অবনতি হলে সেটা শান্ত করেন বেন স্টোকস। এদিকে কোহলির স্লেজিংয়ের পর ভারতের বোলারদের ওপর চড়াও হন বেয়ারস্টো। প্রথম ৬১ বলে মাত্র ১৩ রান ডানহাতি এই ব্যাটার পরের ৭৯ বলে করেছেন ৯৩ রান। শেষ পর্যন্ত দারুণ এক সেঞ্চুরিও পান তিনি।

এরপরই শেবাগ নিজের টুইটার অ্যাকাউন্টে স্লেজিংয়ের আগে পরের স্ট্রাইক রেট তুলনা করে তিনি বলেন, ‘পূজারার মতো খেলছিলো, কোহলি ওকে (বেয়ারস্টো) পান্ত বানিয়ে দিয়েছে অহেতুক স্লেজিং করে।’