বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে: ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:05 রবিবার, 03 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত। এ দিন খেলা হয়েছে মাত্র ১৩ ওভার। তাতেই ঝড়ো ব্যাটিংয়ে আশার আলো দেখিয়েছেন সাকিব আল হাসান। তাকে ফর্মে ফিরতে দেখে সন্তুষ্ট হয়েছেন রাসেল ডমিঙ্গোও।

ডমিনিকায় মাত্র ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলেন সাকিব। ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কার মার। যদিও হেইডেন ওয়ালশের বলে অসময়ে ফিরতে হয়েছে তিন নম্বরে নামা সাকিবকে।

সাকিবের আগ্রাসী ইনিংসে নির্ভার ডমিঙ্গো। কেননা শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৯, ৫, ৯, ৪ এবং ১০। সবমিলিয়ে ৩৭।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ডমিঙ্গো বলেন, 'এই ম্যাচও ইতিবাচক ছিল কিন্তু সাকিব ভুল সময়ে আউট হয়ে যায়। আমাদের তখন এমন কাউকে দরকার ছিল যে দায়িত্ব নিয়ে খেলবে এবং ভালো একটি জুটির দরকার ছিল। কিন্তু আমরা জুটি পাওয়ার পরই উইকেটও পড়ে যায়।'

'তাই আমার মনে হয়, এই সংস্করণে পাওয়ারফুল ও বিগ হিটিং আমাদের নতুন কিছু দিতে পারে। কিন্তু ভুল সময়ে আউট হওয়া থেকেও শিক্ষা নিতে হবে। সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে।'

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ১৩ ওভারে বাংলাদেশ করে ৮ উইকেটে ১০৫ রান। কিন্তু বৃষ্টি বারবার আসা যাওয়া করলে শেষ পর্যন্ত 'নো রেজাল্ট' মেনেই মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।