ভারত-ইংল্যান্ড সিরিজ

গিলকে উইকেটের মূল্য বোঝার পরামর্শ দিলেন শাস্ত্রী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:07 শুক্রবার, 01 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়েছেন শুভমান গিল। তার ইনিংস জুড়ে ছিল চারটি চার। দ্রুত গতিতে রান তুললেও বেশিক্ষণ থিতু হতে পারেননি এই ভারতীয় ওপেনার।

ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হতে হয়েছে তাকে। এই সময় এজবাস্টনে ধারাভাষ্য কক্ষেই ছিলেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। গিল আউট হওয়ার পর নিজের হতাশা ব্যক্ত করেছেন তিনি।

শাস্ত্রী মনে করেন নিজের খেলায় আরও বেশি শৃঙ্খল হওয়া উচিত গিলের। এই ওপেনারকে বাজে শটে আউট হওয়ার চেয়ে নিজের উইকেটের মূল্য বোঝার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা দুর্ভাগ্যজনক। সে একজন মানসম্পন্ন ক্রিকেটার। তার খেলায় আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এটা কোনো শটই হয়নি এবং সে নিজেই নিজের ওপর অসন্তুষ্ট হবে। এটা বাউন্ডারির মতোই মাঠ। কিন্তু নিজের উইকেটের মূল্য বুঝতে হবে। আপনাকে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতে হবে এবং তাহলে এমনেই রান আসবে।'

অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হওয়ায় বেশি ক্ষুব্ধ হয়েছেন শাস্ত্রী। ভারতীয় এই জনপ্রিয় ধারাভাষ্যকার মনে করেন কঠোর পরিশ্রমের পর এভাবে আউট হলে যেকোনো ব্যাটারই হতাশ হবেন।

তিনি বলেন, 'আমার মনে হয় সে নিজেও হতাশ। সে যখন থিতু হয়ে যায় তার ব্যাটে রান আসে। এর আগে সব ঠিকই ছিল। কিন্তু এটার কোনো মানে নেই। এটা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারা হয়েছে। এটা কোনো শটই না। কঠোর পরিশ্রমের পর এভাবে আউট হলে হতাশ হতেই হবে।'