বাংলাদেশ ক্রিকেট

নাঈমের ৫ উইকেট, সৌম্যর সেঞ্চুরি মিসের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:00 শুক্রবার, 01 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

উইকেটে পেসারদের জন্য বাড়তি সহায়তা থাকলেও বল হাতে আলো ছড়িয়েছেন স্পিনার নাঈম হাসান। ডানহাতি এই অফ স্পিনারের ৫ উইকেটে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) গুটিয়ে যায় ২২৭ রানে। নাঈমের এমন বোলিংয়ের দিনে আক্ষেপে পুড়তে হয়েছে সৌম্য সরকারকে। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তার। সৌম্যর হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ টাইগার্সের রান ৬ উইকেটে ১৯৪। এইচপির চেয়ে এখনও ৩১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ টাইগার্স।

রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামে এইচপির ২২৭ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ টাইগার্স। ইনিংসের অষ্টম ওভারে গিয়ে উইকেট হারায় তারা। মৃত্যুঞ্জয় চৌধুরির দারুণ এক ডেলিভারিতে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৯ রান করা নাইম শেখ। 

এরপর ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সৌম্য। তারা দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি। মুশফিক হাসানের বলে আকবর আলীর হাতে ক্যাচ হাতে দিয়ে সাজঘরে ফেরেন ৩৫ বলে ২৪ রান করা ইমরুল। চারে নেমে বড় ইনিংস খেলতে পারেননি জাকির হাসানও।

মুকিদুল ইসলাম মুগ্ধর বলে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক। জাকিরের ব্যাট থেকে এসেছে মাত্র ১৪ রান। এরপর ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন সৌম্য। মাঝে হাফ সেঞ্চুরির দেখাও পান বাঁহাতি এই ওপেনার। 

দারুণ ব্যাটিং করা সৌম্য সেঞ্চুরির পথে হাঁটলেও তাকে সেটা করতে দেননি মুগ্ধ। ডানহাতি এই পেসারের বলে আকবরকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ৮১ রানের ইনিংস খেলে সৌম্য ফিরলে ভাঙে রাব্বির সঙ্গে ৭৬ রানের জুটি। শেষ বিকেলে জাকের আলী ৪ এবং নাঈম ফেরেন ১ রান করে। তাদের উইকেট দুটি নিয়েছেন রিপন মন্ডল।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)-

হাই পারফরম্যান্স ইউনিট - ২২৭/১০ (৭২.১ ওভার) (মাহফিজুল ৪৭, তানজিদ ১১, শাহাদাত ২১, হৃদয় ৭, আইচ ২৯, আকবর ৪১, মৃত্যুঞ্জয় ৩৭; হাসান ৩/৪৩, নাঈম ৫/৬৭, রাহি ১/৪০)

বাংলাদেশ টাইগার্স- ১৯৬/৬ (৫৫ ওভার) (সৌম্য ৮১, ফজলে রাব্বি ৩৫*, ইমরুল ২৪, জাকির ১৪; মুগ্ধ ২/৩৩, মৃত্যুঞ্জয় ১/২১)