Connect with us

ভারত-ইংল্যান্ড সিরিজ

বুমরাহকে অধিনায়কত্ব দেয়া ঠিক হয়নি, দাবি ওয়াসিম জাফরের


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। যদিও এই বিষয়টি ভালো ভাবে নিচ্ছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

তিনি মনে করেন চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকতে কেন বুমরাহকে বেঁছে নেয়া হলো তিনি বুঝতে পারছেন না। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য।

জাফর বলেছেন, 'প্রথম শ্রেনির ক্রিকেটে পূজারাকে আমি নেতৃত্ব দেইতে দেখেছি। সে যথেষ্ঠ ভালো একজন অধিনায়ক। সে ৯০টিরও (৯৫) বেশি টেস্ট খেলেছে। তাই আমার মনে হয় তাকে সুযোগ দেয়া দরকার ছিল। বুমরাহ আগে সহ-অধিনায়কত্ব করেছে। তাই তার অধিনায়কত্ব করা চমকপ্রদ কিছু নয়। কিন্তু আপনাকে ম্যাচের গুরুত্ব বুঝতে হবে, সিরিজের এই পর্যায়ে আমি চেতেশ্বর পূজারার দিকেই তাকাতাম।'

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের আগে করোনায় আক্রান্ত হয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে নেই নিয়মিত সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এমন অবস্থায় বুমরাহকেই সিরিজের শেষ টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছে ভারত।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে ভারত। বুমরাহও এই সিরিজে অধিনায়কত্ব দিয়ে চমক দেখাতে পারেন বলে মনে করেন জাফর। তার বিশ্বাস এই পেসার নিজের ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দেবেন।

এ প্রসঙ্গে জাফর বলেন, 'বুমরাহ এখনও অধিনায়কত্ব করেনি। অভিজ্ঞতা ছাড়া এমন টেস্টে নেতৃত্ব দেয়া কেমন হবে এটা আপনি বলতে পারেন না। বুমরাহকে দেখে বুদ্ধিমান মনে হয় এবং তার দুর্দান্ত গেম সেন্স সবাইকে অবাক করে দিতে পারে। যেমনটা হার্দিক পান্ডিয়া করে দেখিয়েছে।'

সর্বশেষ

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

সিরিজ হারের পর বাংলাদেশের জরিমানা

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ঝড়ো ইনিংসে ৬০০তম ম্যাচ রাঙালেন পোলার্ড

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

ভারতের স্কোয়াড দেখে উদ্বিগ্ন আকাশ চোপড়া

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

'অতি উত্তেজনার কারণে ভারতের বিপক্ষে বড় মঞ্চে হারে পাকিস্তান'

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

কেন্টের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে স্টিভেন্সের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

বিষ্ণই কেন দলে, শামি কেন নেই, প্রশ্ন শ্রীকান্তের

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

না খেলে কার্তিককে ধারাভাষ্য দেয়ার পরামর্শ জাদেজার

৯ আগস্ট, মঙ্গলবার, ২০২২

লর্ডস টেস্টের আগেই ‘ফিট’ রাবাদাকে চান এলগার

আর্কাইভ

বিজ্ঞাপন