রয়্যাল লন্ডন কাপ

ওয়ারউইকশায়ারে খেলবেন ক্রুনাল পান্ডিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:07 শুক্রবার, 01 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ারউইকশায়ারের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলবেন ক্রুনাল পান্ডিয়া। এরই মধ্যে ভারতীয় এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে কাউন্টির এই দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ভারতীয় দল এখন ইংল্যান্ডে। যদিও ক্রুনাল ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই। ফলে রয়্যাল লন্ডন কাপে তার খেলতে কোনো বাধা নেই।

এই টুর্নামেন্টে আরও খেলার কথা রয়েছে দুই ভারতীয় ক্রিকেটারের। ওয়াশিংটন সুন্দর খেলবেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। আর চেতেশ্বর পূজারা মাঠে নামবেন সাসেক্সের হয়ে।

ইংল্যান্ডের ৫০ ওভারের এই ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২ আগস্ট থেকে। ইংল্যান্ডের আরেক ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের জন্য ইংল্যান্ডের প্রথম সারির ক্রিকেটাররা রয়্যাল লন্ডন কাপে খেলছেন না।

যদিও এই তিন ভারতীয়র খেলা নিশ্চিতভাবেই টুর্নামেন্টটির শোভা বাড়াবে অনেকগুণ। এদিকে, ক্রুনালের অন্তর্ভূক্তির ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে ওয়ারউইকশায়ার। 

ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট পল ফারবেজ বলেছেন, 'ক্রুনালকে দলে ভেড়ানো দারুণ ব্যাপার এবং আমি তাকে এজবাস্টনে আমন্ত্রণ জানাতে পারে আনন্দিত। ক্রুনাল আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনেক অভিজ্ঞতা নিয়ে আসছে যা দলকে আরও ভালো করতে আত্মবিশ্বাস যোগাবে।'

ক্রুনাল বলেছেন, 'কাউন্টি খেলার সুযোগ পেয়ে এবং ঐতিহাসিক এই দলে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। ক্রিকেট খেলার জন্য এজবাস্টন দারুণ জায়গা এবং এটাকে আমার নিজের ঘর বানাতে তর সইছে না। আশা করছি আমি দলের হয়ে ৫০ ওভারের এই টুর্নামেন্টে নিজেকে উজার করে দিতে পারবো।'