শ্রীলঙ্কা - অস্ট্রেলিয়া সিরিজ

স্পিনে নাকাল শ্রীলঙ্কা, ৪ বলে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 শুক্রবার, 01 জুলাই, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নাথান লায়নের স্পিন ভেলকির পরও প্রথম ইনিংসে দুইশ পেরিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচে টিকে থাকতে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিকল্প ছিল না স্বাগতিকরা। অথচ ঘটেছে ঠিক উল্টোটা। লায়ন ও ট্রাভিস হেডের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। কোনোমতে একশ পেরিয়ে ইনিংস হার এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি দিমুথ করুনারত্নের দল। মাত্র ৫ রান তাড়ায় ডেভিড ওয়ার্নারের চার-ছক্কায় ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মাত্র তিনদিনে লঙ্কানদের হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য ৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রমেশ মেন্ডিসের অফ স্টাম্পের  বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে চার মারেন ওয়ার্নার। জয়ের জন্য মাত্র আর এক রান প্রয়োজন হলে পরের বলেই ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। মেন্ডিসের বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ওয়ার্নার ছক্কা মারলে ১০ উইকেটের জয় পায় অজিরা। 

এর আগে অস্ট্রেলিয়ার চেয়ে ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। পাথুম নিশানকাকে সঙ্গে নিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন করুনারত্নে। লায়নের অফ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন লঙ্কান অধিনায়ক। অ্যালেক্স ক্যারি নেয়া ক্যাচে ২৩ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। করুনারকেত্নে ফেরার পরই ছন্দ হারায় শ্রীলঙ্কা। 

পরের ওভারে মিচেল সোয়েপসনের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন নিশানকা। ডানহাতি এই ব্যাটার রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাতে ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে। এরপর কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দো প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লঙ্কানদের সেটা করতে দেননি লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ৪ রানে সাজঘরে ফেরেন মেন্ডিস।

পরের ওভারে আউট হয়েছেন ফার্নান্দোও। সোয়েপসনের অফ স্টাম্পের বাইরের টসড আপ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে স্লিপে থাকা স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ফার্নান্দোর ব্যাট থেকে এসে ১২ রান। ফার্নান্দোর বিদায়ের পর দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা মিলে গড়েন ৩২ রানের জুটি। হেডের অফ স্টাম্পের বাইরের বলে চান্দিমাল বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের এই জুটি। চান্দিমাল করেছেন ২৩ বলে ১৩ রান। 

একই ওভারে ফিরেছেন চান্দিমালকে সঙ্গ দেয়া ধনাঞ্জয়া। হেডের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটার। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন ধনাঞ্জয়া। তবে তাতেও শেষ রক্ষা হয়নি তার। ফিরে যান ১১ রান করে। এরপর ৯৬ রানে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কা অল আউট হয় ১১৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন লায়ন ও হেড।

এদিকে সকালের শুরুতে আগের দিনের ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। আগের দিনের সঙ্গে মাত্র ৮ রান যোগ করে অল আউট হয় সফরকারীরা। যদিও প্রথম ইনিংসে ১০৯ রানের লিড পায় কামিন্সের দল। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস চারটি ও আসিথা ফার্নান্দো, ভ্যান্ডার্সে নিয়েছেন দুটি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ২১২/১০ (৫৯ ওভার) (ডিকওয়েলা ৫৮, ম্যাথুস ৩৯; লায়ন ৫/৯০, সোয়েপসন ৩/৫৫)

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৩২১/১০ (৭০.৫ ওভার) (গ্রিন ৭৭, খাওয়াজা ৭১, ক্যারি ৪৫, কামিন্স ২৬; মেন্ডিস ৪/১১২)

শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস) - ১১৩/১০ (২২.৫ ওভার) (করুনারত্নে ২৩, নিশানকা ১৪, চান্দিমাল ১৩; হেড ৪/১০, লায়ন ৪/৩১)

অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস) - ১০/০ ( ০.৪ ওভার) (ওয়ার্নার ১০*; মেন্ডিস ০/১০)