শ্রীলঙ্কা- অস্ট্রেলিয়া সিরিজ

খাওয়াজা-গ্রিন-ক্যারিতে অস্ট্রেলিয়ার লিড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:21 বৃহস্পতিবার, 30 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গল টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত এই দিনে উসমান খাজা আর ক্যামেরন গ্রিনের দুই হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ৩১৩ রান করে থেমেছে সফরকারীরা, লিড ১০১ রানের।

তিন উইকেটে ৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে বেশ সময় নেয়। খেলা গড়ানোর পর ধনঞ্জয়া ডি সিলভার বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান ট্রাভিস হেড।

তারপর ৫৭ রানের জুটি গড়েন খাওয়াজা এবং গ্রিন। সেঞ্চুরির দিকে এগিয়ে গিয়েও ব্যর্থ হন খাওয়াজা। ১৩০ বলে সাতটি চারে ৭১ রান করেন জেফরি ভ্যানডারসের বলে পাথুম নিসাঙ্কাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এরপর গ্রিনের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। এই জুটি ভাঙেন রমেশ মেন্ডিস। ৪৭ বলে ছয়টি চারে ৪৫ রান করা ক্যারিকে বিদায় করেন তিনি। মিড অফ অঞ্চলে ক্যারির উড়িয়ে দেয়া বল লুফে নেন দীনেশ চান্দিমাল।

তারপরের উইকেটটিও নেন মেন্ডিস। গ্রিনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান তিনি। ১০৯ বলে ছয়টি চারে ৭৭ রান করে বিদায় নেন গ্রিন। এরপরের ওভারে মিচেল স্টার্ককে (১০) ফেরান ভ্যানডারসে।

বাকি দিনটা নিরাপদেই পার করেন প্যাট কামিন্স ও আগের ইনিংসে পাঁচ উইকেট নেয়া নাথান লায়ন। কামিন্স ২৬ ও লায়ন ৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ২১২/১০ (৫৯ ওভার) (ডিকওয়েলা ৫৮, ম্যাথুস ৩৯; লায়ন ৫/৯০, সোয়েপসন ৩/৫৫)।

অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৩১৩/৮ (৬৯ ওভার) (গ্রিন ৭৭, খাওয়াজা ৭১, ক্যারি ৪৫; মেন্ডিস ৪/১০৭)।