অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ

স্পিনারদের দাপটে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:26 বুধবার, 29 জুন, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গলের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন সেটা অনেকটা অনুমিতই ছিল। তবে প্রথম দিনেই এমন দাপট দেখাবেন তারা সেটা কয়জন ভেবেছিল। শুরুর দিনে মোট ১৩ উইকেটের পতন হয়েছে। যেখানে ১০ উইকেটই শিকার করেছেন দুই দলের স্পিনাররা। বিশেষ করে নাথান লায়ন দুর্দান্ত বোলিং করেছেন। এই অজি স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট। তার এমন পারফরম্যান্সের সুবাদে প্রথম ইনিংসে লঙ্কানদের ২১২ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। আর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তোলেছে অস্ট্রেলিয়া।

গলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং পাথুম নিশাঙ্কার ব্যাটে দেখে-শুনে সাবধানী শুরু করে লঙ্কানরা। শুরুএ আধঘন্টায় মিচেল স্টার্ক-প্যাট কামিন্সের সুইং আর বাউন্সও সামলেছেন ভালোভাবেই। তবে দলীয় ৩৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন নিশাঙ্কা।

এই ওপেনারকে ২৩ রানে সাজঘরে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন কামিন্স। এরপর কুশল মেন্ডিস দ্রুতই ফিরেছেন। এই টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফেরার আগে করেছেন মাত্র ৩ রান। আরেক ওপেনার করুনারত্নে ফিরেছেন ২৮ রান করে।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন। কিন্তু আরেক প্রান্তে দ্রুত আউট হয়ে ফিরেছেন ধানাঞ্জয়া ডি সিলভা এবং দীনেশ চান্দিমাল। এরপর নিরোশান ডিকওয়েলা দারুণ ব্যাটিং করেছেন। এই উইকেটকিপার ব্যাটার করেছেন দলীয় সর্বোচ্চ ৫৮ রান।

শেষ পর্যন্ত ২১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অজিদের হয়ে ৯০ রানে ৫ উইকেট শিকার করে সেরা বোলার লায়ন। আর সোয়েপসন শিকার করেছেন ৩ উইকেট। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ২৫ আরন করা ওয়ার্নারকে ফিরিয়ে অজিদের ৪৭ রানের উদ্বোধনী জুঁটি ভাঙ্গেন রমেশ মেন্ডিস। 

এই স্পিনার আনলাকি ১৩ তে ফিরিয়েছেন মার্নাস ল্যাবুশেনকেও। আর ৬ আরন করে রান আউটে কাটা পড়েছেন স্টিভেন স্মিথ। এর ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে দিনের খেলা শেষ করে অজিরা। সাত উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ১১৪ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।